Child Death: ১৯ দিনের শিশুকে জলে চুবিয়ে হত্যা করল অচেনা ব্যক্তি! শোকে পাথর বাবা মা
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Child Death: মাঝ রাতের পরই ঘটে সেই অঘটন৷ তন্য তন্য করে খুঁজেও পাওয়া যায়নি শিশুটিকে৷ মা বাবার চিৎকারে আশপাশ থেকে লোক ছুটে আসে। তারাও শিশুটিকে খুঁজতে শুরু করে৷
advertisement
সিকার: রাজস্থানের সিকার জেলার জেলো গ্রামের নাই বসতিতে ঘটল একটি দুঃখজনক ঘটনা৷ এক অজ্ঞাত ব্যক্তি মাত্র ১৯ দিন বয়সী একটি শিশুকে জলে ডুবিয়ে হত্যা করল। শিশুটির মৃতদেহ জলের ট্যাঙ্কে ভাসছিল, তখনই কয়েকজনের চোখে আসে বিষয়টি।
advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েছিল। শিশুটির মাসি পুলিশকে জানিয়েছেন যে মা, ভাসুর এবং দুই শিশু বাড়িতে ছিল এবং শিশুটি তার দাদির পাশেই ঘুমাচ্ছিল। তবে মাঝ রাতের পরই ঘটে সেই অঘটন৷ তন্য তন্য করে খুঁজেও পাওয়া যায়নি শিশুটিকে৷ মা বাবার চিৎকারে আশপাশ থেকে লোক ছুটে আসে। তারাও শিশুটিকে খঁুজতে শুরু করে৷ কিন্তু সেই মুহুর্তে কিছুই পাওয়া যায় নি৷
advertisement
শেষ পর্যন্ত কয়েকজন লক্ষ্য করেন শিশুটির মৃতদেহটিকে৷ বাড়ির বাইরে অবস্থিত জলাধারের ঢাকনা খোলা ছিল। যা সাধারণত রাতে বন্ধই থাকে৷ ভিতরে তাকাতেই শিশুটিকে ভাসতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়ে দেওয়া হয় পুলিশকে৷
পুলিশ বর্তমানে তদন্ত শুরু করেছে৷ এবং তাদের ধারণা, প্রতিশোধ নিতেই এমন জঘন্য কাজটি করা হয়েছে৷ তবে কে বা কারা করেছে, সেটা এখনও জানা যায়নি৷ অত ছোট শিশুর পক্ষে হামাগুড়ি দেওয়া সম্ভব নয়৷ তাই পুলিশ একপ্রকার নিশ্চিত এটা খুন ছাড়া অন্য কিছু হতে পারে না৷
advertisement
শিশুটির বাবা কৃষ্ণ কুমার রাজস্থানের রতনগড়ে ফায়ার ব্রিগেড বিভাগের কর্মচারী। তিনি জানান, বহু ত্যাগ, বিসর্জন করার পর শিশুটি তাদের পরিবারেএসেছিল৷ এই মৃত শিশুই ছিল তাদের প্রথম সন্তান৷ আট বছর চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পর এবং বহু মন্দিরে প্রার্থনা করার পর জন্মগ্রহণ করেছিল শিশুটি। দুঃখজনকভাবে, এই দম্পতির আনন্দ মাত্র উনিশ দিনে শেষ হয়ে গেল। গোটা ঘটনায় কার্যত শোকে পাথর হয়ে গিয়েছেন দম্পতি৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 8:47 PM IST