Woman Pradhan slaps Vice President: পঞ্চায়েত বৈঠকে উপ-প্রধানকে সপাটে চড়! চোখের নিমেশে উধাও মহিলা প্রধান

Last Updated:

Woman Pradhan slaps Vice President: জীবন লতা নামের মহিলা প্রধান প্রকাশ্যে সদর পঞ্চায়েত সমিতির উপ-প্রধান মাস্তরম ঠাকুরকে চড় মারেন এবং তারপর সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় বৈঠকে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে।

পঞ্চায়েত বৈঠকে উপ প্রধানকে সপাটে চড় মহিলার
পঞ্চায়েত বৈঠকে উপ প্রধানকে সপাটে চড় মহিলার
advertisement
বিলাসপুর: হিমাচল প্রদেশের বিলাসপুরে একটি চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এক মহিলা প্রধান, ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের (বিডিসি) উপ-প্রধানকে সপাটে চড় মারলেন। বুধবার দুপুর ১টা নাগাদ বিলাসপুরের সদর বিকাশ খণ্ড অফিসের হলরুমে অনুষ্ঠিত একটি ত্রৈমাসিক বৈঠকে এ ঘটনা ঘটে।
advertisement
নমহল পঞ্চায়েতের প্রধান, জীবন লতা নামের ওই মহিলা প্রকাশ্যে সদর পঞ্চায়েত সমিতির উপ-প্রধান মাস্তরম ঠাকুরকে চড় মারেন এবং তারপর সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় বৈঠকে একটি উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্যরা তাকে ধরার চেষ্টা করলেও লাভ হয়নি। পালিয়ে যান সেই প্রধান।
advertisement
সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সীতা ধিমান এবং উপ-প্রধান মাস্তরম ঠাকুর ঘটনার পর পরই পুলিশে খবর দেন, এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। উপ-প্রধান এবং অন্যান্য সদস্যদের বক্তব্যের ভিত্তিতে, নমহল প্রধানের বিরুদ্ধে একটি এফআইআর রেজিস্টার করা হয় এবং তদন্ত শুরু হয়। বৈঠকে ২৫ জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
advertisement
বিলাসপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সীতা ধিমান বলেন, “ত্রৈমাসিক বৈঠকের সময় হঠাৎ করে এক মহিলা প্রধান ঢুকে পড়ে এবং পঞ্চায়েত সমিতির উপ-প্রধান মাস্তরমকে চড় মারেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।”
ধিমান জানান, মহিলা প্রধান বৈঠকে আমন্ত্রিত ছিলেন না এবং তবুও তিনি সেখানে হাজির হয়েছিলেন। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
advertisement
বিলাসপুর সদর পঞ্চায়েত সমিতির উপ-প্রধান মাস্তরম ঠাকুর বলেন, “আমার সঙ্গে নমহল প্রধান জীবন লতার কোনও বিবাদ ছিল না। তবুও তিনি হঠাৎ করে এসে আমাকে চড় মারলেন।” তিনি জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন, যার মধ্যে অভিযুক্ত মহিলা প্রধানকে আটক এবং তার পদ থেকে অপসারণের দাবি অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
ঠাকুর সতর্ক করেছেন, “যদি রাজনৈতিক চাপ বা অন্য কোনও কারণে মহিলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমি উপ-প্রধানের পদ থেকে ইস্তফা দেব।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Woman Pradhan slaps Vice President: পঞ্চায়েত বৈঠকে উপ-প্রধানকে সপাটে চড়! চোখের নিমেশে উধাও মহিলা প্রধান
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement