Captain Amrinder Singh in BJP: আজই পদ্মে যোগ অমরিন্দরের, বিজেপি-তে মিশে যাচ্ছে তাঁর নতুন দলও

Last Updated:

এক বছর আগে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অমরিন্দর সিং৷
কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অমরিন্দর সিং৷
#দিল্লি: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে আজ বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লিতে যোগদান করবেন তিনি৷
কংগ্রেস ত্যাগ করে নতুন দল পঞ্জাব লোক কংগ্রেস তৈরি করেছিলেন অমরিন্দর সিং৷ তাঁর বিজেপি-তে যোগদানের সঙ্গে সেই দলেরও কার্যত অবলুপ্তি ঘটল৷ অমরিন্দরের নতুন দলও বিজেপি-র সঙ্গে মিশে যাচ্ছে৷অমরিন্দর সিং-এর সঙ্গেই তাঁর অনুগামী সাতজন প্রাক্তন বিধায়ক এবং একজন প্রাক্তন সাংসদও আজ বিজেপি-তে যোগ দিচ্ছেন৷
advertisement
advertisement
সম্প্রতি লন্ডন থেকে শিরদাঁড়ায় অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন অমরিন্দর সিং৷ এক বছর আগে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করেন ক্যাপ্টেন৷ গত বিধানসভা নির্বাচনে পঞ্জাবে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে লড়াই করেও খুব একটা সুবিধা করতে পারেনি অমরিন্দর সিং-এর নতুন দল পঞ্জাব লোক কংগ্রেস৷
কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন অমরিন্দর সিং৷ এর পরেই তিনি জানিয়েছিলেন, পঞ্জাবের সার্বিক উন্নতি, জাতীয় নিরাপত্তা এবং পঞ্জাবে বেড়ে চলা মাদক সন্ত্রাস রুখতে অমিত শাহের সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে তাঁর৷ এর পর থেকেই তাঁর বিজেপি-তে যোগদানের জল্পনা বেড়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Captain Amrinder Singh in BJP: আজই পদ্মে যোগ অমরিন্দরের, বিজেপি-তে মিশে যাচ্ছে তাঁর নতুন দলও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement