সবরীমালা মন্দিরে মহিলারা কি প্রবেশ করতে পারবেন ? আগামিকাল চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট

Last Updated:
#নয়াদিল্লি: ১০ থেকে ৫০ বছরের মধ্যেকার মহিলারা কি সবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন ? সেই বিষয়ে আগামিকাল চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট ৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলার রায় দেবে ৷ গত ১ অগাস্ট এই মামলার শুনানি চলে টানা ৮ দিন ধরে ৷ এরপরই স্থির হয় ২৮ অগাস্ট চূড়ান্ত রায় দেবে দেশের সর্বোচ্চ আদালত ৷
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতি রয়েছেন, বিচারপতি আর এফ নারিমান, এ এম খানউইলকর, ডি ওয়াই চন্দ্রচূড় এবং ইন্দু মালহোত্রা ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই কেরল হাইকোর্ট সবরীমালা মন্দির চত্ত্বরে মহিলাদের প্রবেশে অনুমতি দিয়েছে৷ সুপ্রিম কোর্টে ১৮ জুলাইয়ের পর্যবেক্ষনের পরই মন্দির চত্ত্বরে মহিলাদের অবাধ প্রবেশের নির্দেশ দেয় কেরলের উচ্চ আদালত৷
১৮ জুলাই এই মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানায়, প্রার্থনায় মহিলাদেরও সমান অধিকার রয়েছে ৷ এটা সাংবিধানিক অধিকার, এর জন্য কোনও আইন দরকার পড়ে না ৷
advertisement
সবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, কোনও মন্দিরে প্রবেশ ও প্রার্থনা একজন মহিলার প্রাথমিক অধিকার ৷ এরপরই ফের বিতর্ক শুরু হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সবরীমালা মন্দিরে মহিলারা কি প্রবেশ করতে পারবেন ? আগামিকাল চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement