সবরীমালা মন্দিরে মহিলারা কি প্রবেশ করতে পারবেন ? আগামিকাল চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট
Last Updated:
#নয়াদিল্লি: ১০ থেকে ৫০ বছরের মধ্যেকার মহিলারা কি সবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন ? সেই বিষয়ে আগামিকাল চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট ৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলার রায় দেবে ৷ গত ১ অগাস্ট এই মামলার শুনানি চলে টানা ৮ দিন ধরে ৷ এরপরই স্থির হয় ২৮ অগাস্ট চূড়ান্ত রায় দেবে দেশের সর্বোচ্চ আদালত ৷
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতি রয়েছেন, বিচারপতি আর এফ নারিমান, এ এম খানউইলকর, ডি ওয়াই চন্দ্রচূড় এবং ইন্দু মালহোত্রা ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই কেরল হাইকোর্ট সবরীমালা মন্দির চত্ত্বরে মহিলাদের প্রবেশে অনুমতি দিয়েছে৷ সুপ্রিম কোর্টে ১৮ জুলাইয়ের পর্যবেক্ষনের পরই মন্দির চত্ত্বরে মহিলাদের অবাধ প্রবেশের নির্দেশ দেয় কেরলের উচ্চ আদালত৷
১৮ জুলাই এই মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানায়, প্রার্থনায় মহিলাদেরও সমান অধিকার রয়েছে ৷ এটা সাংবিধানিক অধিকার, এর জন্য কোনও আইন দরকার পড়ে না ৷
advertisement
সবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, কোনও মন্দিরে প্রবেশ ও প্রার্থনা একজন মহিলার প্রাথমিক অধিকার ৷ এরপরই ফের বিতর্ক শুরু হয় ৷
Location :
First Published :
September 27, 2018 9:04 PM IST