Coronavirus News Updates: দেশজুড়ে ১৫ দিনের লকডাউন করার জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি CAIT-র

Last Updated:

Corona Virus News দেশজুড়ে ১৫ দিনের লকডাউনের দাবি জানিয়েছে CAIT-

রাজপুর সোনারপুর পুরসভায় ১৯টি মাইক্রো কনটেইমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন ।সংক্রমণ রুখতে এ দিন সকাল থেকেই তৎপর ছিল পুলিশ। সোনারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়।
রাজপুর সোনারপুর পুরসভায় ১৯টি মাইক্রো কনটেইমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন ।সংক্রমণ রুখতে এ দিন সকাল থেকেই তৎপর ছিল পুলিশ। সোনারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়।
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus) প্রকোপ প্রতিদিনই বেড়ে চলেছে ৷ গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩,৫৭,২২৯ ৷ মৃত্যু হয়েছে ৩৪৪৯ জনের ৷ এর জেরে এখনও পর্যন্ত দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২,০২,৮২,৮৩৩ ৷ মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ২২ হাজারের বেশি ৷ দেশজুড়ে করোনা সংক্রমণ যে দ্রুত গতিতে ছড়াচ্ছে তার জেরে ফের একবার লকডাউনর (Lockdown) দাবি জানানো হয়েছে ৷
CAIT এর তরফে জানানো হয়েছে কোভিডের কারণে অর্থব্যবসার উপর বিপুল প্রভাব পড়েছে ৷ অন্যদিকে, কোভিড ১৯-এ মৃতের সংখ্যা বেড়েই চলেছে ৷ কেন্দ্র সরকারকে এর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কোনটা বেশি জরুরি ৷
দেশজুড়ে ১৫ দিনের লকডাউনের দাবি জানিয়েছে CAIT-
advertisement
CAIT এর জাতীয় সভাপতি বি সি ভারতিয়া এবং সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেওয়াল জানিয়েছেন, এই সংখ্যা কেবল দেশের অর্থব্যবস্থা কমজোর করার পাশাপাশি দেশের ব্যবসার উপরেও প্রভাব ফেলছে ৷ কিন্তু এর মধ্যে করোনায় যে ভাবে মৃতের সংখ্যা বেড়ে চলেছে সেটি কোনও ভাবেই অবহেলা করা সম্ভব নয় ৷ ক্যাটের তরফে আরও বলা হয়েছে, ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য মানব সম্পদ হ্রাস, অর্থনীতি ও অর্থব্যবস্থার মতোই গুরুত্বপূর্ণ। ক্যাটের তরফে সাবধান করে বলা হয়েছে, সময় মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী দিনে দেশ আরও কঠিন সময়ের সম্মুখিন হতে চলেছে ৷ পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা উপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ বেড ও অক্সিজেন সুনিশ্চিত করতে হবে ৷
advertisement
রাহুল গান্ধি ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কাছে দেশজুড়ে লকডাউনের দাবি জানিয়েছেন ৷ ট্যুইটে জানিয়েছেন, করোনার সঙ্গে মোকাবিল কেবল পূর্ণ লকডাউনের মাধ্যমে সম্ভব ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus News Updates: দেশজুড়ে ১৫ দিনের লকডাউন করার জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি CAIT-র
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement