সরকারি কর্মচারীদের বেতন বা মজুরি নগদে নয়, দিতে হবে সরাসরি অ্যাকাউন্টে বা চেকে, পাস অর্ডিন্যান্স

Last Updated:

ডিজিটাল অর্থনীতির পথে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার ৷ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর নগদে বেতন বা মজুরি দেওয়া হবে না ৷

#নয়াদিল্লি: ডিজিটাল অর্থনীতির পথে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার ৷ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর নগদে বেতন বা মজুরি দেওয়া হবে না ৷ সরকারি কর্মচারীদের এবং মজুরদের বেতন ও মজুরি সংক্রান্ত অর্ডিন্যান্সে সায় দিল ক্যাবিনেট ৷ মন্ত্রিসভার বৈঠকে অর্ডিন্যান্স এনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন প্রদান প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনল কেন্দ্র ৷
নোট বাতিলের পর থেকেই নগদহীন লেনদেনের পথে হাঁটছে কেন্দ্র ৷ ডিজিট্যাল অর্থনীতিকে গোটা দেশের কোণায় কোণায় পৌঁছে দিতে সচেষ্ট অর্থমন্ত্রক ৷ ব্যাঙ্ক, এটিএম ছেড়ে এবার পেটিএম-এর মতো ই-ওয়ালেট ব্যবহারে জোর দিচ্ছে মোদি সরকার ৷ ডিজিটাল অর্থনীতির পথে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বুধবার মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷
advertisement
দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার ‘ক্যাশলেস স্যালারি’ চালু করল সরকার ৷ গোটা দেশে সরকারি কর্মচারীদের নগদে বেতন বা মজুরি দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করতে চায় কেন্দ্র ৷ নগদের বদলে এবার সরাসরি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে বেতন ৷ অথবা ক্যাশ টাকার বদলে চেকে দেওয়া হবে স্যালারি ৷ বৈঠকে বলা হয়েছে, লেবার অ্যাক্ট অনুযায়ী সরকারি কর্মচারী ও শ্রমিকদের স্বার্থরক্ষার্থেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার ৷
advertisement
advertisement
পেমেন্ট অফ ওয়েজেস অর্ডিন্যান্সে উল্লেখ, নগদে বেতন দেওয়াতেই গুরুত্ব আরোপ ৷  চেক অথবা অ্যাকাউন্টে জমা পড়বে মজুরির টাকা ৷ তবে এও স্পষ্ট করেছে কেন্দ্র, নগদ টাকায় মজুরি দেওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না ৷ কয়েন ও অনলাইনেও দেওয়া যাবে মজুরি ৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, বেতন দান প্রক্রিয়ায় এই নয়া নিয়ম শুরু করতে চেয়ে একটি বিল প্রস্তাব করা হয় লোকসভায় ৷ শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় এই বিলটি পেশ করেন ৷ বিলে বলা হয়, নিয়োগকারী যেন কর্মচারীদের বেতন চেকের মাধ্যমে বা সরাসরি ডিজিট্যাল ট্রান্সজাকশনের মাধ্যমে স্যালারি অ্যাকাউন্টে চলে যাবে ৷
advertisement
বিলটি দু’মাস বাদে আগামী অধিবেশনের আগে পাশ হওয়ার সম্ভাবনা নেই ৷ তাই অর্ডিন্যান্স পাস করিয়ে নয়া নিয়ম চালু করল কেন্দর ৷ এটি পেমেন্ট অফ ওয়েজেস অর্ডিন্যান্সের অন্তর্গত ৷ কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্মতি পেয়ে জারি হল নয়া বেতন প্রদান প্রক্রিয়া ৷
advertisement
মন্ত্রিসভায় সায় মেলার পর চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজ্য হবে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত সমস্ত প্রতিষ্ঠানে যেখানে নগদে বেতন দেওয়া হয় ৷ যেমন, কল-কারখানা, চা বাগান ও নির্মাণ সংস্থায় নগদে বেতন বা মজুরি দেওয়া বন্ধ হয়ে যাবে ৷ চেক অথবা অ্যাকাউন্টে টাকা জমা করে দিতে হবে শ্রমিকদের মজুরি ৷
তবে যেহেতু শ্রম সংবিধান যৌথ তালিকার অন্তর্ভুক্ত ৷ তাই রাজ্যগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত বাধ্যতামূলক নয় ৷ প্রয়োজনে রাজ্যগুলি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এমনটাই উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত অর্ডিন্যান্সে ৷
advertisement
অতএব ক্যাশলেস ভারতের পরবর্তী পদক্ষেপ, ডিজিট্যাল স্যালারি ৷ এবার নগদের বদলে এবার বেতনও হল ডিজিট্যাল ৷
নোট বাতিলের পর থেকে নগদ সঙ্কটে ভুগছে দেশ ৷ তাই ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে গ্রাহকদের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে সরকার ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি কর্মচারীদের বেতন বা মজুরি নগদে নয়, দিতে হবে সরাসরি অ্যাকাউন্টে বা চেকে, পাস অর্ডিন্যান্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement