বাড়ছে পেট্রোপণ্যের দাম, ইথানলের ক্রয়মূল্য বৃদ্ধি অনুমোদন মন্ত্রীসভার

Last Updated:

উৎপাদনকারীদের বিশেষ সুবিধা দেবে কেন্দ্র

#নয়াদিল্লি: গত কয়েকদিন ক্রমাগত বেড়েছে পেট্রোপণ্যের দাম । ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও । পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভায় একটি বৈঠক হয় যেখানে জ্বালানির দাম কমানো প্রসঙ্গে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে । এই বৈঠকে বিকল্প শক্তি ব্যবহার করার কথাও উত্থাপন করা হয়েছে । তবে দাম কমানো প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে প্রশ্ন করা হলে তিনি জানান মন্ত্রীসভার সিদ্ধান্তে প্রতিই তিনি দায়বদ্ধ ।
প্রধান জানিয়েছেন ইথানল উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দিতে প্রস্তুত কেন্দ্র । ১৭ জুন এবিষয়ে মন্ত্রীসভার একটি বৈঠকে ইথানলের মূল্য ২৫ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এছাড়াও প্রধান জানিয়েছেন প্রতি লিটারে ইথানলের মূল্য ৪৭ টাকা ৪৯ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫২টাকা ৪৩ পয়সা । উদ্বৃত্ত পরিমাণ থাকার কারণে কমেছে চিনির উৎপাদন ও এই প্রসঙ্গে প্রধান জানিয়েছেন ১০০ শতাংশ পর্যন্ত ইথানল উৎপাদনে বিশেষ সুবিধা দেবে কেন্দ্র। উৎপাদনকারী মিলকে প্রতি লিটার ৫৯ টাকা ১৯ পয়সার বিশেষ অর্থসাহায্য দেবে সরকার । দেশের আখ চাষীদের অবস্থার উন্নতি করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, মন্তব্য পেট্রোলিয়াম মন্ত্রী ।প্রসঙ্গত, অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানল উৎপাদনের বিষয়টির উপর জোর দিচ্ছে কেন্দ্র ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়ছে পেট্রোপণ্যের দাম, ইথানলের ক্রয়মূল্য বৃদ্ধি অনুমোদন মন্ত্রীসভার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement