'আয়ুষ্মান ভারতে' ক্যাবিনেটের অনুমোদন, ৫০ কোটি মানুষ পাবেন স্বাস্থ্য বীমা
Last Updated:
#নয়াদিল্লি: জেটলি বাজেটের ঘোষণা মতো এবার হবে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশন প্রকল্পের বাস্তবায়ন। আয়ুষ্মান ভারত প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। এর ফলে উপকৃত হবেন দেশের ৫০ কোটি মানুষ।
চলতি বছরের বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন এই প্রকল্পের। আয়ুষ্মান ভারত প্রকল্পটিকে বিজেপি সরকার বিশ্বের সর্ববৃহত্ স্বাস্থ্য প্রকল্প বলে অভিহিত করেছে।এই প্রকল্পে দেশের নাগরিকেরা পরিবার পিছু পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য জেটলির বাজেটে বরাদ্দ হয়েছিল প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। জনস্বার্থে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা ও সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্য বীমা প্রকল্পও এই আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হবে । তবে এই প্রকল্পের ব্যয়ভার কেন্দ্রের সঙ্গে সঙ্গে বাজ্যগুলির উপরও বর্তাবে।এই শর্তেই অখুশি বাংলা সহ বেশ কিছু রাজ্য সরকার ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2018 10:35 AM IST