আলাদা নয়, এবার সাধারণ বাজেটের সঙ্গেই পেশ হবে রেল বাজেট

Last Updated:

এবার থেকে একসঙ্গে পেশ হবে রেল ও সাধারণ বাজেট ৷ বুধবার এই সিদ্ধান্তে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷

 #নয়াদিল্লি: দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্য ভেঙে আলাদা করে রেল বাজেট ঘোষণায় ইতি চানতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সাধারণ বাজেটের সময়ই রেল বাজেট ঘোষণার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। রেল বাজেটকে সাধারণ বাজেটের অংশ হিসেবেই ধরা হবে। ফলে, রেলওয়ে কমিটিও ভেঙে দেওয়া হবে। অর্থমন্ত্রকের একটি নোটে দুটি বাজেটের একত্রীকরণের কথা জানানো হয়েছে।
২৫ জানুয়ারি থেকে বাজেট সেশন চালু করার প্রস্তাবও দেওয়া হয়েছে ওই নোটে। আগামী বছর থেকে একই দিনে একইসঙ্গে পেশ হবে এই দুই বাজেট ৷
প্রায় নয় দশকের পুরনো পরম্পরা ভেঙে স্বাধীন ভারতে প্রথমবার রেলের জন্য কোনও আলাদা বাজেট থাকবে না ৷ বাজেট কাঠামো পুনর্গঠনের প্রস্তাব তুলে অর্থমন্ত্রী অরুণ জেটলি রেল বাজেটের সঙ্গে সাধারণ বাজেটকে সংযুক্ত করার কথা বলেন ৷ বুধবার দুই বাজেটের সংযুক্তিকরণের সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে সায় জানায় কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ এর ফলে রেলের কর ঘাটতিও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘাড়ে চাপবে।
advertisement
advertisement
ক্যাবিনেটের অনুমোদনের পরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন যে, আগামী অর্থবর্ষ থেকে শুধুমাত্র একটি বাজেটই পেশ করা হবে ৷ সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিলিয়ে দেওয়া হল ৷ তবে একইসঙ্গে অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন যে, এই বাজেট সংযুক্তিকরণের ফলে রেল মন্ত্রকের ক্ষমতায় কোনও প্রভাব পড়বে না ৷ একই প্রসঙ্গে রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, ‘রেলের স্বশাসনে কোনও প্রভাব পড়বে না ৷ রেলওয়ে বোর্ড পৃথক সত্ত্বা নিয়েই কাজ করবে ৷’
advertisement
রেল বাজেটের সঙ্গে সাধারণ বাজেটকে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছিল দেবরয় প্যানেল ৷ শুধু সংযুক্তিকরণই নয়,  বার্ষিক খরচ-খরচা ও ট্যাক্স প্রস্তাবের কথা ভেবে সাধারণ বাজেটকে প্রায় এক মাস এগিয়ে আনার পরিকল্পনাও নিয়েছে মোদি সরকার ৷ সেক্ষেত্রে ২৫ জানুয়ারি পেশ হবে ২০১৭ সাধারণ বাজেট ৷ সেই মতো বাজেটের প্রস্তুতিও শুরু হবে চলতি বছরের অক্টোবর মাসের শুরু থেকেই ৷ ৭ ফেব্রুয়ারির বদলে ৭ জানুয়ারিই জানা যাবে GDP মান ৷
advertisement
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে যবনিকা পড়ল ৯২ বছরের পুরনো পরম্পরায় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আলাদা নয়, এবার সাধারণ বাজেটের সঙ্গেই পেশ হবে রেল বাজেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement