Bus Service: হাতে স্টিয়ারিং চোখ আটকে মোবাইলে চলা ক্রিকেট ম্যাচে! ভিডিও ভাইরাল হতেই চাকরি খোয়ালেন বাসচালক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বাস ড্রাইভার খেলা দেখছিলেন তাতেই গেল চাকরি! শুনে অবাক লাগছে? রবিবার এমনটাই হয়েছে মহারাষ্ট্রের পরিবহণ সংস্থার এক চালকের সঙ্গে এমনটাই হয়েছে।
মুম্বই: বাস ড্রাইভার খেলা দেখছিলেন তাতেই গেল চাকরি! শুনে অবাক লাগছে? রবিবার এমনটাই হয়েছে মহারাষ্ট্রের পরিবহণ সংস্থার এক চালকের সঙ্গে এমনটাই হয়েছে। কিন্তু, তিনি মোবাইলে খেলা দেখছিলেন বাস চালাতে চালাতে! আর সেই বাস চালানোর ভিডিও ভাইরাল হতেই চাকরি গেল ওই চালকের।
এই প্রসঙ্গে, মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী জানিয়েছেন প্রতাপ সরনায়েক জানান, “যখনই এই ভিডিও এক যাত্রী আমাদের কাছে পাঠান তখনই আমরা ওই চালককে বরখাস্ত করে দি।” তিনি জানান গত ২২ মার্চ মুম্বই-পুনের রুটে ই-শিবনেরি বাসে এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: পাশে নেই পরিবার, মামলা লড়তে সরকারি আইনজীবীর আর্জি সৌরভ হত্যায় ধৃত মুসকানের
ওই ভিডিওতে দেখা যায় চালকের চোখ মোবাইলে চলা খেলাতে আটকে রয়েছে অন্য হাতে তিনি গাড়ি চালাচ্ছেন। এরপরেই ওই যাত্রী ভিডিওটি রাজ্যের পরিবহণ মন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: রাতে হচ্ছে না ঘুম, খাবারেও অরুচি! জেলের মধ্যে কী করে দিন কাটছে মুসকান-সাহিলের?
মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। এরপরেই তৎপর হয় প্রশাসন। পরিবহণ মন্ত্রীর নির্দেশে তদন্ত করে দেখা হয়। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি একটি বেসরকারি বাসের চালক ছিলেন। ওই বেসরকারি বাস সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই যাত্রীদের প্রাণসংশয় আনার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 23, 2025 8:59 PM IST