Women's Safety: ফোন নম্বর দিতে অস্বীকার করায় বাস থেকে নামতে বাধা তরুণীকে, ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
বছর ২৪-এর এক মহিলা প্রতিদিন সকালে কাজে যাওয়ার জন্য I24F নামের একটা বাস ধরতেন৷ সেই বাসে দু’জন কন্ডাকটার থাকেন৷ তার মধ্যে একজনই মেয়েটির কাছ থেকে টিকিট নিতেন৷ অপর জন আস্তে আস্তে মেয়েটার সঙ্গে আলাপ শুরু করল৷
কোচি: রাজ্য তথা দেশ কয়েকদিন ধরেই নারীর নিরাপত্তা চেয়ে বারবার রাস্তায় নেমেছে৷ রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে সেই আঁচ পৌঁছে গিয়েছে, পৃথিবীর নানা প্রান্তে৷
কিন্তু তাতেও ঘটনার বিরাম কই৷ নিত্যদিন কত অদ্ভুত ঘটনাই ঘটে, যা সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়৷ এমনই এক ঘটনার কথা সামনে আসে মহারাষ্ট্রের কোচি শহরে৷
advertisement
সেখানে বছর ২৪-এর এক মহিলা প্রতিদিন সকালে কাজে যাওয়ার জন্য I24F নামের একটা বাস ধরতেন৷ সেই বাসে দু’জন কন্ডাকটার থাকেন৷ তার মধ্যে একজনই মেয়েটির কাছ থেকে টিকিট নিতেন৷ অপর জন আস্তে আস্তে মেয়েটার সঙ্গে আলাপ শুরু করল৷
advertisement
যেহেতু মেয়েটা প্রতিদিন এই বাসেই যাতায়াত করতেন, তাই ধীরে ধীরে ব্যক্তিটিও আলাপ জমাতে থাকে৷ তবে সেই আলাপচারিতা ছিল একেবারেই নিরীহ৷ সেখানে কোনও ক্ষতিকর কিছু ছিল তা স্বপ্নেও ভাবতে পারেননি৷
কিন্তু সমস্যাটা ধীরে ধীরে হতে লাগল৷ মেয়েটি ফোনে কী দেখছেন? এই ধরনের প্রশ্ন করতে শুরু করল৷ মেয়েটিরও ধীরে ধীরে অস্বস্তি বোধ হতে শুরু করল৷
advertisement
এবার একদিন সেই ব্যক্তি তাঁর ফোন নম্বর পর্যন্ত চেয়ে ফেলল৷ এতে মেয়েটি রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতে পড়ে গিয়েছিল৷ ফোন নম্বর দিতে না চাইলে সমস্যা আরও বৃদ্ধি পায়৷
কন্ডাকটার তাঁকে বাস থেকে নামতে দিচ্ছিল না৷ শেষ পর্যন্ত বাসের অন্য মানুষদের সহযোগীতায় বাস থেকে নামতে তিনি সক্ষম হন৷
তিনি ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় পুরোটা লেখেন৷ নেটিজেনরা এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন৷ অনেকেই বলেছেন কোচিতে এই ঘটনা নতুন নয়৷ এই নিয়ে প্রশাসনেরও উচিত সঠিক পদক্ষেপ গ্রহণ করা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 24, 2024 3:07 PM IST