Women's Safety: ফোন নম্বর দিতে অস্বীকার করায় বাস থেকে নামতে বাধা তরুণীকে, ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

Last Updated:

বছর ২৪-এর এক মহিলা প্রতিদিন সকালে কাজে যাওয়ার জন্য I24F নামের একটা বাস ধরতেন৷ সেই বাসে দু’জন কন্ডাকটার থাকেন৷ তার মধ্যে একজনই মেয়েটির কাছ থেকে টিকিট নিতেন৷ অপর জন আস্তে আস্তে মেয়েটার সঙ্গে আলাপ শুরু করল৷

ফোন নম্বর দিতে না চাইলে সমস্যা আরও বৃদ্ধি পায়৷ কন্ডাকটার তাঁকে বাস থেকে নামতে দিচ্ছিল না৷
ফোন নম্বর দিতে না চাইলে সমস্যা আরও বৃদ্ধি পায়৷ কন্ডাকটার তাঁকে বাস থেকে নামতে দিচ্ছিল না৷
কোচি: রাজ্য তথা দেশ কয়েকদিন ধরেই নারীর নিরাপত্তা চেয়ে বারবার রাস্তায় নেমেছে৷ রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে সেই আঁচ পৌঁছে গিয়েছে, পৃথিবীর নানা প্রান্তে৷
কিন্তু তাতেও ঘটনার বিরাম কই৷ নিত্যদিন কত অদ্ভুত ঘটনাই ঘটে, যা সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়৷ এমনই এক ঘটনার কথা সামনে আসে মহারাষ্ট্রের কোচি শহরে৷
advertisement
সেখানে বছর ২৪-এর এক মহিলা প্রতিদিন সকালে কাজে যাওয়ার জন্য I24F নামের একটা বাস ধরতেন৷ সেই বাসে দু’জন কন্ডাকটার থাকেন৷ তার মধ্যে একজনই মেয়েটির কাছ থেকে টিকিট নিতেন৷ অপর জন আস্তে আস্তে মেয়েটার সঙ্গে আলাপ শুরু করল৷
advertisement
যেহেতু মেয়েটা প্রতিদিন এই বাসেই যাতায়াত করতেন, তাই ধীরে ধীরে ব্যক্তিটিও আলাপ জমাতে থাকে৷ তবে সেই আলাপচারিতা ছিল একেবারেই নিরীহ৷ সেখানে কোনও ক্ষতিকর কিছু ছিল তা স্বপ্নেও ভাবতে পারেননি৷
কিন্তু সমস্যাটা ধীরে ধীরে হতে লাগল৷ মেয়েটি ফোনে কী দেখছেন? এই ধরনের প্রশ্ন করতে শুরু করল৷ মেয়েটিরও ধীরে ধীরে অস্বস্তি বোধ হতে শুরু করল৷
advertisement
এবার একদিন সেই ব্যক্তি তাঁর ফোন নম্বর পর্যন্ত চেয়ে ফেলল৷ এতে মেয়েটি রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতে পড়ে গিয়েছিল৷ ফোন নম্বর দিতে না চাইলে সমস্যা আরও বৃদ্ধি পায়৷
কন্ডাকটার তাঁকে বাস থেকে নামতে দিচ্ছিল না৷ শেষ পর্যন্ত বাসের অন্য মানুষদের সহযোগীতায় বাস থেকে নামতে তিনি সক্ষম হন৷
তিনি ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় পুরোটা লেখেন৷ নেটিজেনরা এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন৷ অনেকেই বলেছেন কোচিতে এই ঘটনা নতুন নয়৷ এই নিয়ে প্রশাসনেরও উচিত সঠিক পদক্ষেপ গ্রহণ করা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Women's Safety: ফোন নম্বর দিতে অস্বীকার করায় বাস থেকে নামতে বাধা তরুণীকে, ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement