Bus accident: ঝাড়খণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঘুমিয়ে পড়েছিলেন চালক! ১৮ জন কানওয়াড়িয়ার মৃত্যু

Last Updated:

Bus accident: ঝাড়খণ্ডের দেওঘরে একটি তীর্থযাত্রী বোঝাই বাস গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে ধাক্কা মারায় ১৮ জন কানওয়াড়িয়ার মৃত্যু হয়েছে। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে বলে অনুমান। বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন, তদন্ত চলছে...

ঝাড়খণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঘুমিয়ে পড়েছিলেন চালক! ১৮ জন কানওয়াড়িয়ার মৃত্যু
ঝাড়খণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঘুমিয়ে পড়েছিলেন চালক! ১৮ জন কানওয়াড়িয়ার মৃত্যু
দেওঘর: মঙ্গলবার সকালে বিহার-ঝাড়খণ্ড সীমান্তে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন কানওয়াড়িয়া তীর্থযাত্রী। তাঁরা সবাই বাবা বৈদ্যনাথ ধামের দর্শন শেষে ফিরছিলেন। সেই সময় যাত্রীবাহী একটি প্রাইভেট বাস একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলার মোহনপুর ব্লকের জামুনিয়া জঙ্গল এলাকায়।
এই দুর্ঘটনা ঘটে ভোর প্রায় ৪টা ৩০ মিনিট নাগাদ। চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে পুলিশ জানিয়েছে। ধাক্কার পরই বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। কিন্তু বাসটি সেখানেই থেমে যায়নি, চালক না থাকায় প্রায় ৫০০ মিটার দূর পর্যন্ত চলতে থাকে এবং রাস্তার ধারে রাখা ইঁটের স্তূপে গিয়ে সজোরে ধাক্কা মারে। এতে আরও ৬ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রামানুজ যাদব বলেন, “সব যাত্রীই কানওয়াড়িয়া ছিলেন। সবাই বাবার ধাম দেখে ফিরছিলেন। সম্ভবত চালক তখন ঘুমিয়ে পড়েছিলেন, তাই এই ঘটনা ঘটেছে।”
৩২ আসনের ওই বাসটি বাসুকিনাথ যাচ্ছিল। যেটি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে ধাক্কা মারে। যদিও গ্যাস থাকার কারণে বড় বিস্ফোরণের আশঙ্কা ছিল, সৌভাগ্যবশত আগুন লাগেনি।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ, সিসিআর ডিএসপি লক্ষ্মণ প্রসাদ, এসডিও রবি কুমার এবং জেলা পরিষদের সভানেত্রী কিরণ কুমারী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহতদের দেওঘর সদর হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা তাদের প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন।
advertisement
দুমকা জোনের আইজি শৈলেন্দ্র কুমার সিনহা বলেন, “বাসটি কানওয়াড়িয়াদের নিয়ে যাচ্ছিল। একটি গ্যাসবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমরা তদন্ত করছি।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় শ্রাবণ মাসের পবিত্রতা ছায়াচ্ছন্ন হয়ে পড়েছে। যে তীর্থযাত্রা আনন্দ আর ভক্তির উদ্দেশ্যে শুরু হয়েছিল, তা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর শোকের ঘটনায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bus accident: ঝাড়খণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঘুমিয়ে পড়েছিলেন চালক! ১৮ জন কানওয়াড়িয়ার মৃত্যু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement