Bus Accident: স্কুটারকে পিষে দিল দ্রুতগতির বাস! নিভে গেল একটি তাজা প্রাণ, গুরুতর আহত ২, গ্রেফতার চালক
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Bus Accident: মুম্বাইয়ের প্রভাদেবী ব্রিজে এমএসআরটিসি বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে, দুই বন্ধু আহত। চালক গ্রেফতার, বিস্তারিত জানুন...
মুম্বই: মুম্বইয়ের প্রভাদেবী ব্রিজে একটি রাজ্য পরিবহন বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম প্রশান্ত বোদকে (২৯)। তার দুই বন্ধু করণ শিন্ডে ও দুর্বেশ গোর্ডে গুরুতর আহত হন। দুর্ঘটনাটি রাত প্রায় ২:৩০ মিনিটে ঘটে, যখন তিন বন্ধু কালাচৌকি থেকে দাদার ফুল বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
advertisement
advertisement
মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (MSRTC)-এর শিবনারী বাসটি পুনে যাচ্ছিল। সেই সময় প্রভাদেবী ব্রিজের কাছে বাসটি স্কুটারটিকে ধাক্কা দেয়। এই সংঘর্ষে প্রশান্ত বোদকে ঘটনাস্থলেই মারা যান, এবং করণ শিন্ডে ও দুর্বেশ গোর্ডে গুরুতর আহত হন। আহতদের দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশান্ত বোদকে মহারাষ্ট্রের বিরোধী দল এনসিপি (এসপি)-এর সোশ্যাল মিডিয়া শাখায় কাজ করতেন বলে জানা গেছে।
advertisement
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলেই বাস চালককে আটক করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং মোটর ভেহিকলস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়েছে।
advertisement
বৈঠা পুলিশ স্টেশনে এই মামলার তদন্ত চলছে। পুলিশ দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করছে এবং চালকের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2025 12:24 AM IST