Sushil Modi threat letter: অনুব্রতর বিচারকের পর সুশীল মোদিকে হুমকি চিঠি, নজরে বর্ধমানের সেই আইনজীবী

Last Updated:

চিঠির প্রেরক পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা বলে উল্লেখ রয়েছে ওই চিঠিতে।

হুমকি চিঠি পেলেন সুশীল মোদি (বাঁদিকে)৷
হুমকি চিঠি পেলেন সুশীল মোদি (বাঁদিকে)৷
#বর্ধমান: ফের হুমকি চিঠিতে নাম জড়ালো বর্ধমানের। আসানসোলের সিবিআই বিশেষ আদালতের বিচারকের পর এবার বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদিকে খুনের হুমকি দেওয়া হল। স্পিড পোস্টে চিঠি পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে। প্রেরক হিসেবে নাম রয়েছে চম্পা সোম ওরফে সোমার। নিজেকে তৃণমূল নেত্রী পরিচয় দিয়েছেন তিনি।
চিঠির প্রেরক পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা বলে উল্লেখ রয়েছে ওই চিঠিতে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে খুনের হুমকির চিঠির বিষয়ে জানিয়েছেন সুশীল মোদি। ঘটনার বিষয়ে পটনা পুলিশে অভিযোগ জানিয়েছেন বিহারের এই বিজেপি নেতা।
advertisement
advertisement
সেখানকার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পেশায় ল ক্লার্ক চম্পা দাবি করেছেন, তাঁকে ফাঁসাতে বর্ধমানেরই এক আইনজীবী এই কাজ করেছেন। সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি দিয়ে সেই আইনজীবী গ্রেফতার হয়েছেন কিছুদিন আগে।
সুশীল মোদি জানিয়েছেন, ওই চিঠিতে লেখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। সুশীল মোদিকে নরেন্দ্র মোদি ও অমিত শাহের পোষা কুকুর বলেও চিঠিতে লেখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতীশ কুমার জিন্দাবাদ লেখা হয়েছে। চিঠির শেষ লাইনে লেখা হয়েছে, "৩১ অগাস্ট বা তার আগে আপনাকে  খুন করা হবে।" চিঠির নীচে চম্পা সোম ওরফে সোমা নামে এক মহিলার নাম ও মোবাইল নম্বর দেওয়া হয়েছে। তবে কোনও স্বাক্ষর বা হাতের লেখা নেই। ৩১ অগাস্টের মধ্যে খুনের হুমকির কথা লেখা হলেও চিঠিটি মঙ্গলবার পেয়েছেন সুশীল মোদী। চিঠি লেখার তারিখ দেওয়া রয়েছে ১৬ অগাস্ট, ২০২২।
advertisement
এ দিন চম্পা সোম বলেন, "আমি ঠিক করে ইংরেজিই লিখতে পারি না। ওইভাবে ইংরেজিতে খুনের হুমকি দেব কী ভাবে?" তিনি অভিযোগের আঙুল তুলেছেন বর্ধমানের এক আইনজীবীর দিকে। কিছুদিন আগে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে আসানসোল সিবিআই আদালতের বিচারককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি চিঠি দেওয়ার অভিযোগ ওঠে ওই আইনজীবী সুদীপ্ত রায়ের বিরুদ্ধে।
advertisement
বর্ধমান ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে সেবার হুমকি চিঠি দেওয়া হয়েছিল। পুলিশ তদন্তে নেমে সুদীপ্তর কথা জানতে পারে। তাঁকে গত ৩০ অগাস্ট গ্রেফতার করা হয়। বর্তমানে সে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। চম্পা সোম এ দিন জানান, গ্রেফতার হওয়ার দিন সাতেক আগে তাঁর সঙ্গে সুদীপ্তর বিবাদ হয়েছিল। তিনি বলেন, "আমাকে ফাঁসাতে এটা ওরই কাজ বলে মনে হচ্ছে। কেউ নিজের নাম ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে হুমকি দেবে না। আমাকে ফাঁসাতে আমার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে সুদীপ্তই এই চিঠি পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sushil Modi threat letter: অনুব্রতর বিচারকের পর সুশীল মোদিকে হুমকি চিঠি, নজরে বর্ধমানের সেই আইনজীবী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement