#বর্ধমান: অরেঞ্জ জোন পূর্ব বর্ধমান জেলায় বেসরকারি বাস চলাচল করতেই পারে। এমনটাই জানিয়ে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। কেন বাস চলছে না সে ব্যাপারে বাস মালিকদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।
তবে বাস চলাচল শুরু করা যাবে শর্তসাপেক্ষে। জেলার বাইরে এখনই বাস যেতে পারবে না। বাস ঢুকতে পারবেন না কন্টেইনমেন্ট জোনেও। বাস চালক ও তার সহকারীকে মুখে অবশ্যই মাস্ক লাগাতে হবে। বাসে যাত্রী তুলতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। কুড়ি জনের বেশি যাত্রী বাসে উঠতে পারবেন না।
প্রশাসনিক বাধা না থাকলেও এখনই বাস চলাচল শুরু করার ব্যাপারে তেমন আগ্রহী নন বাস মালিকরা। বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ব্যাপারে এখনও প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাছাড়া এখন বাস চালানো কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।এখন বাস চলাচল শুরু হলে লাভের চেয়ে লোকসানই বেশি হবে বলে মনে করছেন তাঁরা। প্রশাসন প্রস্তাব দিলে বাস মালিকরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus, Orange Zone, Private bus