মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত ৮, আহত ২৭

Last Updated:

মুম্বইতে প্রবল বৃষ্টি ভেঙে পড়ল একটি বহুতল ৷ ধ্বংসস্তূপে চাপা পড়ে এখনও পর্যন্ত কমপক্ষে আটজনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে ৷

#মুম্বই: মুম্বইতে প্রবল বৃষ্টি ভেঙে পড়ল একটি বহুতল ৷ ধ্বংসস্তূপে চাপা পড়ে এখনও পর্যন্ত কমপক্ষে আটজনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে ৷ ভেঙে পড়ার বহুতলের ধ্বংসস্তূপের তলায় এখনও বহু লোক চাপা পড়ে রয়েছে বলে খবর ৷ উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
মুম্বইয়ের ভিওয়ান্ডি এলাকার গরিবি নগরের কবীর নামের ওই বহুতলটিকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল ভিওয়ান্ডি নিজামপুরা মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বহুতলটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে ৷ অভিযোগ, বাসিন্দাদের সতর্ক করা সত্ত্বেও তাঁরা আবাসন ছাড়তে রাজি হননি ৷
শেষে রবিবার সকালে সোয়া ৯টা নাগাদ ভেঙে পড়ে সম্পূর্ণ বহুতলটি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বহু বাসিন্দা আহত অবস্থায় এখনও পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা পুলিশের ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত ৮, আহত ২৭
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement