#Budget2020: বাজেটে মধ্যবিত্তের জন্য বিপুল করছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

Last Updated:
#নয়াদিল্লি: দেশের অর্থনীতি তলানিতে ৷ বাড়ছে বেকারত্বের হার ৷ এহেন পরিস্থিতিতে দুঃখ ভোলাতে নির্মলা সীতারমণের দাওয়াই আয়কর ছাঁটাই ৷ দেশে আর্থিক ঝিমুনির আবহে দারুণ সুখবর আয়করে বিপুল ছাড়ের ঘোষণা ৷ ব্যক্তিগত আয়কর দাতাদের বিপুল ছাড় ৷
বাড়ল আয়করের উর্ধ্বসীমা ৷ অর্থমন্ত্রীর ঘোষণা, পাঁচ লাখ টাকা পর্যন্ত আগের মতোই দিতে হবে না কোনও কর ৷ ৫ লাখ থেকে ৭.৫ লাখ আয়ে ২০ শতাংশের বদলে এবার দিতে হবে মাত্র ১০ শতাংশ ৷ ৭.৫ লাখ থেকে ১০ লাখ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ ৷ আগে এই ট্যাক্স স্ল্যাবে আয়কর দিতে হত  ১০ -১২.৫ লাখ আয়ে দিতে হবে মাত্র ২০ শতাংশ ৷ ১২.৫ লাখ থেকে ১৫ লাখ টাকা বার্ষিক আয়ে দিতে হবে ২৫ শতাংশ কর ৷ ১৫ লক্ষের বেশি আয়ে কর ৩০ শতাংশ ৷ এর ফলে ১৫ লক্ষের আয়ে বাঁচবে ৭৮ হাজার টাকা ৷
advertisement
একইসঙ্গে অর্থমন্ত্রী সীতারমনের ঘোষণা, নতুন কর কাঠামোয় নতুন নিয়ম ৷ নয়া হারে কর দিলে মিলবে না কোনও কর ছাড় ৷ তবে পুরনো কর পরিকাঠামো অনুসারে কর দিলে আয়করদাতারা আগের মতোই ট্যাক্স ছাড় পাবেন ৷ কর ছাড়ের ১০০ টি ক্ষেত্রের মধ্যে ৭০টি বিলোপ করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
#Budget2020: বাজেটে মধ্যবিত্তের জন্য বিপুল করছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement