BSF Jawan Returns India: পূর্ণমের পুনর্জন্ম! পাকিস্তানের আত্মসমর্পণ, ভারতে ফিরলেন হগলির জওয়ান, কেমন আছেন তিনি?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
BSF Jawan Returns India: ২৩ এপ্রিল অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করায় পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফের জওয়ান পিকে সাহু। এরপর টানা ২২ দিনের কূটনৈতিক লড়াই।
নয়াদিল্লিঃ ২৩ এপ্রিল অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করায় পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান পিকে সাহু। এরপর ২২ দিনের কূটনৈতিক লড়াই, অবশেষে নতিস্বীকার পাকিস্তানের। আজ বুধবার ১৪ মে সকালে ভারতে ফিরলেন হুগলির রিষড়ার বাসিন্দা ভারতীয় জওয়ান পূর্ণম সাহু। সকাল সাড়ে দশ’টা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরানো ওই জওয়ানকে। জানা গিয়েছে, শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর থেকে ক্ষভে ফুঁসছিল ভারত। এরপর ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের পরাস্ত করতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান। এরপর সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ১০ মে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের ‘সমঝোতায়’ পৌঁছয়।
#WATCH | Punjab: Visuals from Attari Border, as BSF jawan Purnam Kumar Shaw returns to India.
Constable Purnam Kumar Shaw had inadvertently crossed over to Pakistan territory, while on operational duty in area of Ferozepur sector on 23rd April 2025 and detained by Pakistan… pic.twitter.com/YvADn9STKg
— ANI (@ANI) May 14, 2025
advertisement
advertisement
জওয়ানের স্ত্রী রজনী পূর্ণমকুমার পাকিস্তানে বন্দি থাকাকালীন ফিরোজপুরে গিয়েছিলেন স্বামীর বিষয়ে খোঁজখবর পেতে, যেখানে তিনি নিযুক্ত ছিলেন কাজের জন্য। বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন, যারা তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন। এরপর কয়েক দফা আলোচনা হলেও প্রাথমিকভাবে ফল মেলেন। বিএসএফ আধিকারিকদের পাকিস্তান থেকে প্রতিবারই একই জবাব দেওয়া হয় ‘আমরা উপরের আধিকারিকদের নির্দেশের জন্য অপেক্ষা করছি’।
advertisement
আরও পড়ুনঃ সকালে ঘুম থেকে উঠে পেটে এমন অনুভূতি হয়…? ‘এটাই’ পাকস্থলী ক্যানসারের প্রাথমিক লক্ষণ! আজই চিকিৎসকের কাছে যান
১০ মে ‘সমঝোতার’ পর অমৃতসরের আটারির জয়েন্ট চেকপোস্ট দিয়ে পাকিস্তানি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, “আজ বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শ, যিনি ২৩ এপ্রিল ২০২৫ থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন, তাকে অমৃতসরের আটারি জয়েন্ট চেকপোস্ট দিয়ে প্রায় সাড়ে দশ’টায় ভারতের হাতে তুলে দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে এবং প্রতিষ্ঠিত প্রোটোকল মেনেই হস্তান্তর করা হয়েছে।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2025 11:55 AM IST