কর্ণাটক সরকার নিয়ে স্নায়ুযুদ্ধ অব্যাহত, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা
Last Updated:
কর্ণাটক সরকার নিয়ে স্নায়ুযুদ্ধ অব্যাহত, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা
#বেঙ্গালুরু: রাত পোহালেও অব্যাহত রহস্য ৷ পদ্ম না হাত সরকার গড়ছে কে? এই প্রশ্নের উত্তর পেতে রাজনৈতিক দলগুলি রাজ্যপালের দ্বারস্থ সব পক্ষ ৷ ভোটযুদ্ধের পর চরমে স্নায়ুযুদ্ধ। সরকার গড়তে কাকে ডাকবেন রাজ্যপাল বাজুভাই ভালা? বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা সকাল আজ সকাল দেখা করে এসেছেন রাজ্যপালের সঙ্গে। বসে নেই কংগ্রেস এবং জনতা দল সেকুলারও। দুই শিবিরই পৃথকভাবে আজ পরিষদীয় দলের বৈঠক করেছে।
শেষবেলায় রঙ বদলে ত্রিশঙ্কু সরকার গড়ার পথে কর্ণাটক। একক বৃহত্তম দল হয়েও ম্যাজিক ফিগার থেকে দূরে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে মরিয়া কংগ্রেস। এমতাবস্থায় রাজ্যপালের সঙ্গে দেখা করে গতকালই সরকার গঠনের দাবি জানায় ইয়েদুরাপ্পা। রাজ্যপাল বাজুভাই ভাল্লার সঙ্গে জেডিএস ও কংগ্রেস জোট আর্জি নিয়ে দেখা করে কুমারস্বামী ও সিদ্দারামাইয়ায়ও ৷
advertisement
আরও পড়ুন
advertisement
রাজ্যে সরকার গঠনে ইতিমধ্যে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস-জেডিএস জোট। বৃহত্তম দল হওয়ার দাবি নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা সমস্ত কাগজপত্র জমা দেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা বলেন, তাঁর বিশ্বাস বৃহত্তম দল হওয়ায় রাজ্যপাল তাদেরই প্রথম ডাকবে এবং সঠিক সিদ্ধান্তই নেবেন ৷
advertisement
কংগ্রেস-জেডিএস জোটের চালে হার না মেনে বিজেপি সূত্রের খবর, সরকার গড়ার জন্য নির্দল ও বিরোধী দলের ১০ ও ১২ জন বিধায়কদের সঙ্গে তাদের কথা হয়েছে ৷
আরও পড়ুন
অন্যদিকে, সাংবাদিক সম্মেলন করে জেডিএস-এর কুমারস্বামী অভিযোগ করেছেন বিজেপি তাদের দলের বিধায়কদের ১০০ কোটি টাকার টোপ দিয়ে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে ৷ জেডিএস প্রধান, তথা কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রীর দাবিদার, এইচ ডি কুমারস্বামীর অভিযোগ, সরকার গড়তে তাদের বিধায়ক কেনার চেষ্টা শুরু করে দিয়েছে বিজেপি। ১০০ কোটি টাকা ও মন্ত্রী করার টোপ দেওয়া হচ্ছে। কিন্তু, জেডিএসের বিধায়করা এককাট্টাই রয়েছেন। বিজেপির হাত থেকে বাঁচাতে দলীয় বিধায়কদের প্রয়োজনে রিসর্টে রাখা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
advertisement
কংগ্রেসও একই সুরে নিশানা করেছে বিজেপিকে। তাদের হুঁশিয়ারি, বিজেপি যদি তাদের ঘর ভাঙানোর চেষ্টা করে, তা হলে তারাও বসে থাকবে না। বিজেপির একাধিক বিধায়কের সঙ্গে ইতিমধ্যেই তাদের কথা হয়েছে বলে কংগ্রেস নেতৃত্বের দাবি।
ত্রিশঙ্কু কর্নাটকে এবার বিজেপি পেয়েছে ১০৪টি আসন। কংগ্রেস ৭৮টি। জেডিএস ৩৮টি। নির্দল ২টি। ভোটের ফল ঘোষণার পরে, জেডিএসকে সমর্থনের কথা ঘোষণা করে কংগ্রেস। অর্থাৎ, কংগ্রেস ও জেডিএসের মোট বিধায়ক সংখ্যা এখন ১১৬। যা ম্যাজিক ফিগার ১১২-র থেকে বেশি। সব মিলিয়ে জমজমাট কর্ণাটক নাটক ৷ সরকার গড়া নিয়ে বিজেপি ও কংগ্রেস-জেডিএস-এর মধ্যে দড়ি টানাটানি অব্যাহত ৷
Location :
First Published :
May 16, 2018 12:45 PM IST