জীবনের অন্যতম প্রিয় ছবি শেয়ার করলেন বেয়ার গ্রিলস, গর্বিত হবে ভারত!

Last Updated:

ব্রিটিশ টেলিভিশনের অন্যতম অ্যাডভেঞ্চার প্রিয় সঞ্চালক বেয়ার গ্রিলস। তিনি সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর অন্যতম প্রিয় ছবি। আর সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

#নয়াদিল্লি: ব্রিটিশ টেলিভিশনের অন্যতম অ্যাডভেঞ্চার প্রিয় সঞ্চালক বেয়ার গ্রিলস। তিনি সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর অন্যতম প্রিয় ছবি। আর সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং এই ছবিকেই নিজের অন্যতম প্রিয় ছবি তকমা দিয়ে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন গ্রিলস। ২০১৯-এ ডিসকভারি চ্যানেলের 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানে বেয়ার গ্রিলসের সঙ্গে সাফারিতে গিয়েছিলেন মোদি। সেই সময়কারই একটি ছবি পোস্ট করে বিবরণে গ্রিলস লিখেছেন, 'আমার অন্যতম প্রিয় ছবি। জঙ্গলের ভিতর ভেজা গায়ে চায়ে পে চর্চায় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। এই ছবি আমাকে মনে করিয়ে দেয় রোমাঞ্চই হল শেষ সীমানা। বাকি সব ক্ষেত্রে আমরা সবাই সমান।'
শুক্রবার এই ছবি শেয়ার করেছেন বেয়ার গ্রিলস। আর ছবি পোস্ট হতেই তা নজর কেড়েছে অসংখ্য মানুষের। প্রায় ১২ হাজার লাইক পড়েছে ছবিটিতে, তাও আবার পোস্টের ১২ ঘণ্টার মধ্যেই। ২০১৯-এর অগস্টে টেলিভিশনে বেয়ার গ্রিলসের সঙ্গে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর অনুষ্ঠানে অংশ নিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। একেবারে অন্য মেজাজে, অন্য ধরনের রোমাঞ্চকর মুডে-পোশাকে ধরা দিয়েছিলেন তিনি। শ্যুটিং হয়েছিল উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে সামনে এসেছিল সেই এপিসোডের টিজার।
advertisement
advertisement
advertisement
সেই বিশেষ এপিসোডে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়েছিলেন মোদি৷ শ্যুটিংয়ের ফাঁকেই গ্রিলের সঙ্গে বেশ দোস্তি হয়ে যায় মোদির৷ বেয়ার বলেছিলেন, 'আপনারা প্রায়ই প্রধানমন্ত্রী মোদিকে বক্তার ভূমিকায় মঞ্চে দেখেন৷ প্রকৃতি কিন্তু সবারই কঠিন পরীক্ষা নেয়৷ আপনি কত বড় নেতা, তাতে প্রকৃতির কিছু যায় আসে না৷ প্রকৃতির পরীক্ষায় পাস করলেই বোঝা যাবে আপনি কত সাহসী৷ সেই পরীক্ষায় সসম্মানে পাস করেছেন মোদি৷ অত্যন্ত বিপদের সময়েও শান্ত থাকেন তিনি৷' বেয়ারের কথায, 'আমি শ্যুটিংয়ের শুরুতে ওঁকে বলেছিলাম, আপনাকে নিয়ে কাজ করছি বলে আপনাকে সব বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। বন্য পশুর আক্রমণই হোক বা বিপদসংকুল পথঘাট, নদী-পাহাড়। আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। উনি আমার কথায় খুব ভরসা পেলেন। গোটা সময়টা উনি আমার কথা শুনেই কাজ করেছেন।'
advertisement
প্রধানমন্ত্রীর এই মনোভাবেরই প্রশংসা করেছিলেন ম্যান ভার্সেস ওয়াইল্ডের সঞ্চালক। 'অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এই অভিযানে। কিন্তু তিনি সব পরিস্থিতিতেই স্থির...৷ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সবসময় প্রহরী...কিন্তু অ্যাডভেঞ্চরের হাতছানিতে তাঁদের বারণও উপেক্ষা করেছেন মোদি।' মোদিও টুইট করে সেই সময় জানিয়েছিলেন অনুষ্ঠানের কথা। তিনি লিখেছিলেন, 'ভারতের গভীর জঙ্গলে, প্রকৃতি মায়ের কোলে- জলবায়ুর পরিবর্তন ও সচেতনতা নিয়ে আলোচনার এর থেকে আর ভাল জায়গা কি হতে পারে? দেখুন...।'
বাংলা খবর/ খবর/দেশ/
জীবনের অন্যতম প্রিয় ছবি শেয়ার করলেন বেয়ার গ্রিলস, গর্বিত হবে ভারত!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement