হোম /খবর /দেশ /
শ্বশুরবাড়িতে পা দিয়েই বর’কে কষিয়ে থাপ্পড়,প্রেমিকের টানে বাপের বাড়ি ফিরলেন কনে

Viral: শ্বশুরবাড়িতে পা দিয়েই বর’কে কষিয়ে থাপ্পড়, প্রেমিকের টানে সটান বাপের বাড়ি ফিরলেন কনে

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

উত্তর প্রদেশের যৌনপুরের এক বিয়ে বাড়িতে খোদ কনেই উদ্ভট কাণ্ড ঘটালেন । সদ্য বিয়ে করা বর’কে থাপ্পড় মারলেন কষিয়ে । সটান ফিরে এলেন বাপের বাড়ি ।

  • Last Updated :
  • Share this:

#উত্তরপ্রদেশ: এই দেশের আনাচে-কানাচে কতই না কাণ্ড ঘটে চলে রোজ দিন । কখনও বিতর্কিত, কখনও ব্যাঙ্গাত্মক, কখনও হাস্যকর সে সমস্ত কাণ্ড এখন খবু সহজেই পৌঁছে যায় মানুষের হাতের মুঠোয় । সৌজন্যে সোশ্যাল মিডিয়া । স্মার্ট ফোন আর নেটদুনিয়ার সুবাদে সকলের হাতে হাতে এখন পোস্ট ভাইরাল হযে যায় নিমেষেই । তেমনই দেশের কোন প্রান্তে কী ঘটনা ঘটে চলেছে সেটাও অজানা থাকে না আমাদের ।

যেমন ঘটল এই বিয়ে বাড়িতে । এমনিতে বিয়ে নিয়ে আমাদের সকলের মনেই একটা সুপ্ত স্বপ্ন থাকে । অনেক পরিকল্পনা, শখ-আহ্লাদ জড়িয়ে থাকে এর সঙ্গে । কিন্তু তারপরেও বিয়েবাড়িতে সবকিছু নিখুঁত ভাবে কখনওই সম্পন্ন হয় না । একটু গন্ডোগোল, কিছু বাদ পড়ে যাওয়া বা কখনও একটু সুর কেটে যাওয়ার ঘটনাও ঘটে থাকে । উত্তর প্রদেশের যৌনপুরের এই বিয়েতে খোদ কনেই সেই কাণ্ড ঘটালেন । সদ্য বিয়ে করা বর’কে থাপ্পড় মারলেন কষিয়ে ।

হঠাৎ কনের এ হেন আচরণে হতবম্ব সকলেই । বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে ঢোকার সময় এই ঘটনা ঘটান ওই কনে । বর’কে থাপ্পড় মেরে শ্বশুরবাড়িতে ঢুকে পোশাক পরিবর্তন করে, সাধারণ পোশাকে সটান ফিরে আসেন বাপের বাড়িতে । ঘটনায় পাত্রের পরিবারের সকলেই অবাক হয়ে যান । আত্মীয়-স্বজনরাও চরম অস্বস্তিতে পড়েন । মুহূর্তে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে ঘটনাটি । প্রচুর লোক ভিড় করতে থাকেন খুটথান এলাকার লওয়ান গ্রামের ওই বাড়িতে । পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে । বর-কনে দু’জনের সঙ্গেই কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করেন তাঁরা । কিন্তু কোনও ফল হয়নি । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে ওই তরুণীর বিয়ের আগে থেকেই অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে । সম্ভবত সে করাণেই এ কাজ করেছেন তিনি ।

Published by:Simli Raha
First published:

Tags: Bride, Groom, Uttar Pradesh