বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পথে মাথায় বন্দুক ঠেকিয়ে কনেকে অপহরণ প্রাক্তন প্রেমিকের

Last Updated:
#রাজস্থান: বিয়ের পর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন কনে। তারমাঝেই ঘটল চরম 'সিনেম্যাটিক' ঘটনা! মাঝপথে কনের কপালে বন্দুক ঠেকিয়ে সকলের সামনে দিয়ে তাঁকে তুলে নিয়ে গেলেন প্রাক্তন প্রেমিক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকর জেলাতে। গতকাল, বৃহস্পতিবার ঘটনা প্রকাশ্যে আনে পুলিশ।
জানা গিয়েছে, গত বুধবার রাজস্থানের সিকর জেলার রামবক্সপুরাতে কনের বাড়ি থেকে ১৫ মিনিট দূরে অপহরণের ঘটনাটি ঘটে। মঙ্গলবারনাগওয়া গ্রামের দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয় হংস কানওয়ার ও তাঁর দিদি সোনু কানওয়ারের। বুধবার শ্বশুরবাড়ি যাওয়ার পথে তাঁদের গাড়ির উপর চড়াও হয় অঙ্কিত সেওদা। তাঁর সঙ্গে ছিল আরও চার-পাঁচ জন ব্যক্তি। হংসের দিদি সোনু তাঁদের বাধা দিলে তাঁকেও নিগ্রহ করে অভিযুক্তরা। বিয়ে বাড়িতে উপস্থিত অতিথিদের সামনে দিয়েই হংসকে অপহরণ করে তাঁরা।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বিএসপি বিধায়ক রাজেন্দ্র সিংহ গুধার নেতৃত্বে স্থানীয়রা পুলিশের সামনে বিক্ষোভ দেখায়। হংস ও অপহরণকারীদের অনুসন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অপহৃত হংসকে উদ্ধার করেছে পুলিশ। প্রাক্তন প্রেমিক-সহ অপহরণে অভিযুক্ত বাকিদেরও আটক করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পথে মাথায় বন্দুক ঠেকিয়ে কনেকে অপহরণ প্রাক্তন প্রেমিকের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement