সেলফি তুলতে গিয়ে জলে পড়ে হাবুডুবু খেলেন যুবক, ভিডিও ভাইরাল

Last Updated:
#চেন্নাই: সেলফি তুলতে গিয়ে ফের বিপত্তি৷ কোদাইকানাল স্টার লেকে উল্টে পড়লেন যুবক৷ যদিও যুবকের পরিচয় জানা যায়নি৷ কোদাইকানালের এই লেকে বোটিং করতে গেলে কারও নাম-পরিচয় জানার কোনও উপায় রাখেনি কর্তৃপক্ষ৷
বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ চার যুবক বোটং করতে নামে৷ লেকের ধারে এসে বোটের ওপর এক যুবক কিছুটা কাত হয়ে বসে সেলফি তুলতে যান৷ ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান তিনি৷ লাইফ জ্যাকেট না পরায় গভীর লেকে হবুডুবু খেতে শুরু করেন তিনি৷ সেই আওয়াজ শুনে তড়িঘড়ি ছুটে আসেন দায়িত্বে থাকা কর্মীরা৷ যুবককে জল থেকে তুলে নিয়ে আসা হয়৷ পরবর্তীকালে নিজের পরিচয় গোপন রেখেই এলাকা ছাড়েন যুবক৷ পরে অবশ্য জানা গিয়েছে যে তিনি চেন্নাইয়ের বাসিন্দা৷
advertisement
advertisement
এরপর থেকে সমাজকর্মী ও পর্যটকরা আবেদন করেছেন যে প্রতিটি লাইফবোটের সঙ্গে লাইফজ্যাকেট দেওয়া হোক৷ প্রতিটি সাওয়ারির নাম ও পরিচয়ও সামনে আনা হোক৷ সম্প্রতি কোদাইকানালের স্টার লেকে যাত্রীদের সংখ্যা বেড়েছে৷ তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনাও৷
বাংলা খবর/ খবর/দেশ/
সেলফি তুলতে গিয়ে জলে পড়ে হাবুডুবু খেলেন যুবক, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement