Bombay high court: ১৯৮৭ থেকে ২০১৭ পর্যন্ত ধর্ষণ! মহিলার অভিযোগ কেন খারিজ করে দিল আদালত?

Last Updated:

অভিযোগ অনুযায়ী, ১৯৮৭ সালে অভিযুক্তের সংস্থায় যোগ দিয়েছিলেন অভিযোগকারিণী৷ সেই সময় থেকেই অভিযুক্ত ব্যক্তি তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করেন বলে অভিযোগ৷

মহিলার অভিযোগ খারিজ করল বম্বে হাইকোর্ট৷
মহিলার অভিযোগ খারিজ করল বম্বে হাইকোর্ট৷
মুুুুুুুুুুুুুুুুুুুুম্বাই: ১৯৮৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত তাঁকে ধর্ষণ করা হয়েছে৷ ৭৩ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা৷ যদিও অভিযোগ খতিয়ে দেখে এবং দু পক্ষের বক্তব্য শোনার পর সেই মহিলার অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত৷
বিচারপতি এ এস গড়কড়ি এবং বিচারপতি নীলা গোখেলের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পারস্পরিক সম্মতিতেই শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলে অভিযোগকারিণী এবং অভিযুক্ত৷ দুই বিচারপতি জানিয়ে দেন, এফআরআই-এর বয়ান থেকেই পারস্পরিক সম্মতিতে সম্পর্কে জড়ানোর বিষয়টি স্পষ্ট৷
রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেন, দীর্ঘ ৩১ বছর ধরে দু জনের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল৷ কিন্তু এই ৩১ বছরের মধ্যে একবারের জন্যও তিনি এই সম্পর্কে আপত্তি জানিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি৷ এটা একেবারেই পরিষ্কার যে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে এবং তার জেরে অভিযোগ দায়ের করা হয়েছে৷
advertisement
advertisement
অভিযোগ অনুযায়ী, ১৯৮৭ সালে অভিযুক্তের সংস্থায় যোগ দিয়েছিলেন অভিযোগকারিণী৷ সেই সময় থেকেই অভিযুক্ত ব্যক্তি তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করেন বলে অভিযোগ৷ ১৯৮৭ সালের জুলাই মাস থেকে শুরু করে পরবর্তী তিরিশ বছরে মুম্বাইয়ের কল্যাণ, ভিওয়ান্ডি সহ বিভিন্ন জায়গার হোটেলে অভিযুক্ত ওই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ৷
advertisement
এফআইআর-এ ওই মহিলা আরও দাবি করেন, অভিযুক্ত তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু ১৯৯৩ সালে একটি মঙ্গলসূত্র পরিয়ে দিয়ে অভিযুক্ত তাঁকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে ঘোষণা করেন৷ ১৯৯৬ সালে অভিযুক্ত হৃদরোগে আক্রান্ত হন৷ সেই সময় থেকে অভিযুক্তের সংস্থার দেখাশোনা করতে থাকেন ওই মহিলা৷
২০১৭ সালে অভিযোগকারিণীর মা ক্যানসারে আক্রান্ত হন৷ তখন সংস্থা থেকে ছুটি নেন ওই মহিলা৷ কয়েক মাস পর তিনি যখন ফিরে আসেন তখন দেখেন ওই সংস্থার ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে৷ অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করলে তখন তিনি ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন৷ এমন কি প্রতিশ্রুতি মতো আয়কর, বিমা সহ বিভিন্ন নথি এবং সোনার মঙ্গলসূত্রও অভিযোগকারিণীকে দিতে অস্বীকার করেন ওই অভিযুক্ত৷
advertisement
অভিযোগ খতিয়ে দেখে দুই বিচারপতি বলেন, ওই ব্যক্তি যে বিবাহিত, তা জেনেই সম্পর্কে জড়িয়েছিলেন অভিযোগকারিণী৷ এমন কি, বার বার অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় বিশ্বাসও করেছিলেন  অভিযোগকারিণী৷ আদালত আরও বলে, সম্পর্কের শুরু থেকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে ওই মহিলা জানতেন যে অভিযুক্ত বিবাহিত৷ অভিযুক্ত এমন কোনও প্রতিশ্রিুতি দেননি যে তিনি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে অভিযোগকারিণীকে বিয়ে করবেন৷ আদালত আরও বলে, গত ৩১ বছরে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানানোর অনেক সুযোগ ছিল৷ কিন্তু তিনি তা করেননি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bombay high court: ১৯৮৭ থেকে ২০১৭ পর্যন্ত ধর্ষণ! মহিলার অভিযোগ কেন খারিজ করে দিল আদালত?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement