দিল্লির পর এবার বম্বে হাইকোর্ট! ঘটানো হবে ভয়াবহ ঘটনা, এল হুমকি! ভয়ে শিউরে উঠল বাণিজ্য নগরী
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দিল্লি হাইকোর্টের পর বম্বে হাইকোর্টে বোমাতঙ্ক। দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কের জেরে গোটা হাইকোর্ট চত্বর খালি করে দেওয়া হয়। একইভাবে বম্বে হাইকোর্টও খালি করে দেওয়া হয়েছে।
কলকাতা: দিল্লি হাইকোর্টের পর বম্বে হাইকোর্টে বোমাতঙ্ক। দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কের জেরে গোটা হাইকোর্ট চত্বর খালি করে দেওয়া হয়। একইভাবে বম্বে হাইকোর্টও খালি করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এনকাউন্টারে খতম ১০ মাওবাদী! নিহত অন্যতম শীর্ষ নেতা, মাথার দাম ছিল ১ কোটি, ছত্তিশগঢ়ে বড়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি হাইকোর্ট এবং বম্বে হাইকোর্টে দুটি আলাদা আলাদা বোমাতঙ্কের ই-মেল আসে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই বোমাতঙ্ক বিষয়টি সম্পূর্ণ ভুয়ো। এবং এই বিষয়ে তদন্ত করে সন্দেহজনক কোনও কিছুই পাওয়া যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: পাকিস্তানি বৌদির নামে কালো টাকার কারবার…ফাঁস! ইডির জালে বিরাট বড় চক্র, ৬৫০ কোটি টাকা…
ই-মেলে লেখা ছিল বেলা দুটোর মধ্যে গোটা আদালত চত্বর খালি না করলে তা ভয়াবহ হতে পারে। এছাড়াও, দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবের দফতর, মৌলনা আজাদ মেডিক্যাল কলেজ, এবং ইউনিভার্সিটি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেও বোমাতঙ্কের ই-মেল পাঠানো হয়।
advertisement
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আরডিএক্সের উল্লেখ করা ছিল ওই ই-মেলে। যা ১ কিলোমিটার এলাকা পর্যন্ত সবকিছু তছনছ করে দিতে পারে। কিন্তু, গোটা এলাকা ভাল করে তল্লাশি চালানোর পরে কিছুই পাওয়া যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 2:04 PM IST