corona virus btn
corona virus btn
Loading

সোশ্যাল মিডিয়া তোলপাড় ! নীল টিশার্ট ও হাফপ্যান্ট পরে শিবপুজো অজয় দেবগনের

সোশ্যাল মিডিয়া তোলপাড় ! নীল টিশার্ট ও হাফপ্যান্ট পরে শিবপুজো অজয় দেবগনের

নানান রকমের মন্তব্যের শিকার হয়েছেন তিনি

  • Share this:

#মুম্বই: বলিউডের সেলিব্রিটিদের উপরে সব সময়েই নজরে রয়েছেন ৷ সম্প্রতি অজয় দেবগন ভগবান শিবের পুজো করে বিতর্কে পড়েছেন ৷ তিনি পুজো করতে বসেছেন ঠিকই তাঁর ছবি নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভগবান শিবের ভক্ত অজয় দেবগন পুজো করার সময়ের একটি ছবি ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে অজয় দেবগন একটি নীল টিশার্ট ও শটর্স পড়েছেন ৷ ক্যাজুয়াল লুকে অজয়কে দেখে শুরু হয়েছে বিদ্রূপ সোশ্যাল মিডিয়ায় ৷

photo-2

ইন্টারনেটে অজয় দেবগন ট্রোলড হয়েছেন তাঁর পোশাক পরিচ্ছদের জন্যই ৷ অনেকে বলেছেন আপনি তো নাস্তিক তাহলে প্রশ্ন উঠেছে ৷ ভক্তরা সমর্থন করেছেন তাঁকে অন্যদিকে অন্যরা লিখেছেন একজন নাস্তিককে আর পোশাকের ব্যাপারে কীই বা বলা যায় ?

বেশিরভাগ মানুষই ছবির নীচে লিখেছেন হরহর মহাদেব ৷ অনেকে বিদ্রূপও করেছেন ৷ বর্তমানে অজয় দেবগন ভুজ দ্য প্রাইড শ্যুটিং -এ ব্যস্ত আছেন ৷

First published: August 2, 2019, 5:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर