বাড়তে পারে বিমান ভাড়া, ভারতে নিষিদ্ধ বোয়িং ৭৩৭ Max 8
Last Updated:
#নয়াদিল্লি: আজ বিকেল ৪টে থেকে ভারতে নিষিদ্ধ হতে চলেছে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান৷ বুধবার জানিয়ে দিলেন সিভিল এভিয়েশনের ডিরেক্টরেট জেনারেল৷ ইথিওপিয়ান এয়ারলাইন্স ৭৩৭ ম্যাক্স ৮ বিমান দুর্ঘটনার ৭ দিন এই সিদ্ধান্ত নেওয়া হল৷
এই মুহূর্তে ভারতে স্পাইস জেটের ১২টি ও জেট এয়ারওয়েজের ৫টি এয়ারবাস রয়েছে৷ যেগুলো ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে৷ বুধবার সিদ্ধান্ত ঘোষণার পর স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়, যাত্রী ও কর্মীদের সুরক্ষাই আমাদের কাছে শেষ কথা৷ তাই এই সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি৷ সেই সঙ্গে যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখবো আমরা৷ তবে এর ফলে বাড়তে পারে বিমানের টিকিটের দাম৷
advertisement
বুধবার বিকেল ৪টেয় সব বিমান সংস্থার সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বিমান পরিবহণ সচিব৷
advertisement
এক সপ্তাহ আগে আদিস আবরার কাছে ইথিওপিয়ান এয়ালাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান ভেঙে ১৫৭ জনের মৃত্যু হয়৷ গত বছর অক্টোবরেও ইন্দোনেশিয়ায় লায়ন এয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ ভেঙে ১৮০ জনের মৃ্ত্যু হয়েছিল৷ এই দুই বড়সড় দুর্ঘটনার পরই এই সিদ্ধান্ত নিল ভারতীয় অসামরিক বিমান পরিবহণ দফতর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2019 11:24 AM IST