#শ্রীনগর: উপত্যকা থেকে উদ্ধার গুলিতে ঝাঁঝরা জওয়ানের মৃতদেহ ৷ জম্মু-কাশ্মীরের পুলওয়ামা থেকে ভারতীয় সেনার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা থেকে অপহরণ করা হয়েছিল বলে সূত্রের খবর ৷
বৃহস্পতিবার সকালে কাজের শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই জওয়ান । তখনই তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ করে জঙ্গিরা ৷ আজ সকালেই পুলওয়ামা থেকে গুলিতে ঝাঁঝরা হওয়া দেহ মিলল উপত্যকার পুলওয়ামা থেকে ৷
পুুলওয়ামার গুস্সু গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে ওই সেনার মৃতদেহ ৷ মৃত সেনা জওয়ানের নাম ঔরঙ্গজেব ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷
#JammuAndKashmir: Body of Army man Aurangzeb, who was abducted by terrorists from Pulwama district, has been found at Gusoo, Pulwama. More details awaited. pic.twitter.com/5q9DHzXct7
— ANI (@ANI) June 14, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Army, Kashmir, Pulwama