যাত্রীদের জন্য নতুন পরিষেবা রেলের, টিকিট বুকিং করার পরও বদলানো যাবে স্টেশন ও যাত্রীর নাম

Last Updated:

যাত্রীদের সুবিধার্থে ট্রেনের রিজার্ভেশনে নাম বদলের পদ্ধতি আরও সহজ করল রেল ৷ একজনের নামে কাটা টিকিটে এবার যাত্রা করতে পারবেন তার আত্মীয়রা৷ কীভাবে ?

#নয়াদিল্লি: যাত্রীদের সুবিধার্থে ট্রেনের রিজার্ভেশনে নাম বদলের পদ্ধতি আরও সহজ করল রেল ৷ একজনের নামে কাটা টিকিটে এবার যাত্রা করতে পারবেন তার আত্মীয়রা৷ কীভাবে ? খুব সহজ ৷ আপনার কাছে যদি কনফার্মড টিকিট থাকে কিন্তু কোনও কারণে আপনি সেদিন যাত্রা করতে না চান তাহলে অন্যের নামে টিকিটটি আপনি ট্রান্সফার করে দিতে পারবেন ৷ শুধু তাই নয় এবার থেকে বোর্ডিং স্টেশনও সহজেই অনলাইনে পরিবর্তন করা যাবে ৷ সম্প্রতি এই বিষয়ে IRCTC-র তরফে এমনটা জানানো হয়েছে ৷ পাশাপাশি অনলাইনে TDR (Ticket Deposit Receipt) ফাইল করে চার্ট তৈরির পরও ই টিকিট বাতিল করা যাবে ৷ এখানেই শেষ নয় ৷ যাত্রীরা এবার থেকে IRCTC ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ক্যাবও বুক করতে পারবেন ৷
দেখে নিন কী ভাবে বোর্ডিং স্টেশন বদল করবেন -
advertisement
যাত্রীদের নিজেদের IRCTC অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ৷ ক্লিক করতে হবে ‘বুক টিকিট হিস্টোরি’ অপশনে। যে টিকিটের বোর্ডিং বদলাতে চান সেটাতে ক্লিক করে ‘চেঞ্জ বোর্ডিং পয়েন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুলে যাবে ৷ সেখানে স্টেশনের নাম বদলে সেভ করে দিলেই বোর্ডিং স্টেশন বদলে যাবে ৷ তবে এই সমস্ত সুবিধা অনলাইনে কাটা টিকিটের ক্ষেত্রে মিলবে ৷
advertisement
টিকিটে নাম বদলের ক্ষেত্রে যাত্রার ২৪ ঘণ্টা আগে রেলওয়ে রিজার্ভেশন অফিসে গিয়ে নাম বদল করতে হবে ৷ তবে টিকিটের নাম কেবল পরিবারের সদস্য অথার্ৎ মা, বাবা, ভাই, বোন, ছেলে , মেয়ে, স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে করা যাবে ৷ এর জন্য পরিচয়পত্র ও আপনাদের সম্পর্কের প্রমাণ দিতে হবে ৷ তবে এটা অনলাইনে করা যাবে না ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যাত্রীদের জন্য নতুন পরিষেবা রেলের, টিকিট বুকিং করার পরও বদলানো যাবে স্টেশন ও যাত্রীর নাম
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement