ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ, বিপদ এড়াতে কী করবেন, কী করবেন না
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১৩০ বছর পর জুন মাসে মহারাষ্ট্র উপকূলে কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে৷
#মুম্বই: বুধবার বিকেলে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় নিসর্গ৷ মহারাষ্ট্র এবং গুজরাত সীমান্তে আলিবাগের কাছে হরিহরেশ্বর এবং দামানের মাঝে স্থলভাগে আঘাত হানার কথা এই ঘূর্ণিঝড়ের৷ যার জেরে দুর্যোগের কবলে পড়তে পারে বাণিজ্যনগরী মুম্বইও৷ মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়৷ ঝড়ের তাণ্ডব সামলানোর পাশাপাশি প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়তে পারে মুম্বই৷ এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমাতে নাগরিকদের জন্য একগুচ্ছ সতর্কবার্তা জারি করেছে বৃহন মুম্বই পুরসভা৷ ঘূর্ণিঝড়ের সময় এই সতর্কবার্তাগুলি মেনে চললে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব৷ একনজরে দেখে নিন, ঘূর্ণিঝড়ের সময় কী কী করবেন-
- বৃহন মুম্বই পুরসভার পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু হয়েছে৷ বিপদে পড়লে 1916 নম্বরে ফোন করে 4 প্রেস করতে হবে৷
- বাড়ির বাইরে আলগা কোনও ধাতব বস্তু বা এমন কিছু যদি থাকে যা ঝড়ে উড়ে যেতে পারে, তা খুলে ফেলতে হবে৷
- জরুরি কাগজপত্র, ওষুধ, গয়না, টাকাপয়সা হাতের কাছে গুছিয়ে রাখুন৷ যাতে তা জলে না ভেজে, সেভাবে প্যাক করুন৷
- পাওয়ার ব্যাক আপ বা টর্চ, মোমবাতির মতো বিকল্প আলোর ব্যবস্থা তৈরি রাখুন৷ হাতের কাছে দেশলাই রাখুন৷
- গুজবে কান না দিয়ে টেলিভিশন, রেডিও বা সংবাদমাধ্যমে দেওয়া সরকারি নির্দেশিকায় চোখ রাখুন এবং তা মেনে চলুন৷
- বাড়ির যে কোনও একটি জায়গা আগে থেকে চিহ্নিত করে রাখুন যেখানে বিপদ হলে সবাই এক জায়গায় জড়ো হতে পারবেন৷ পুরনো বিপজ্জনক বাড়ি ছেডে় নিরাপদে আশ্রয় নিন৷ ঝড়ের পরে জলমগ্ল রাস্তায় বিদ্যুতের তার পড়ে থাকলে এড়িয়ে চলুন৷
- হাওয়ার চাপ সামলাতে বাড়ির দু'- একটি জানলা পারলে খুলে রাখুন৷ ঝড়ের সময় ঘরের মাঝামাঝি জায়গায় থাকুন৷ ভারী আসবাবপত্র যেমন টেবিল, খাটের নীচে প্রয়োজনে আশ্রয় নিয়ে পরস্পরকে শক্ত করে ধরে থাকুন৷
- আগে থেকে বেশি করে পানীয় জল মজুত করে রাখুন৷শুকনো খাবার গুছিয়ে রাখুন৷ টিভি, ফ্রিজ, এসি-র মতো বৈদ্যুতিন সামগ্রীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন৷
- শিশু, বৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধকতার শিকার, এমন মানুষকে সাহায্য করুন৷
- জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বেরনোর সময় গাড়িতে একটি ছোট হাতুড়ি রাখুন৷ কারণ রাস্তা জলমগ্ন হয়ে পড়লে অনেক সময় গাড়ির স্বয়ংক্রিয় লক কাজ করে না৷ ফলে ছোট হাতুড়ি থাকলে গাড়ির কাচ ভেঙে প্রয়োজনে বেরিয়ে আসা যাবে৷ ২০০৫ সালে মুম্বইয়ে বন্যার সময় জলমগ্ন শহরে গাড়ির ভিতরে আটকে গিয়ে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছিলেন৷কী কী করবেন না
- গুজব ছড়াবেন না৷
- বড় কোনও গাছের নীচে আশ্রয় নেবেন না৷ বাড়ি বা সরকারের ঠিক করে দেওয়া নিরাপদ স্থান বেছে নিন৷
- ঘূর্ণিঝড়ের সময় কোনওরকম যানবাহন নিয়ে রাস্তায় বের হবেন না৷
- ক্ষতিগ্রস্ত, পুরনো বাড়ি থেকে দূরে থাকুন৷
- তেল, দাহ্য পদার্থ যাতে কোথাও ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন৷
- ঝড়ের সময় বাড়ির জানলার কাছে বা বারান্দায়, ছাদে দাঁড়াবেন না৷
advertisement
advertisement
Location :
First Published :
June 03, 2020 12:05 AM IST