Mumbai Restaurant: ভেঙে ফেলা হল প্রাচীন এই রেস্তরাঁ, কিন্তু কেন? কারণ জানলে অবাক হবেন

Last Updated:

ফলে দেখা দেয় নিত্য যানবাহন আটকে জ্যামের সমস্যা। এই সমস্যা সমাধানেই এগিয়ে আসে বৃহ্নমুম্বই পুরসভা বা বিএমসি। তাঁদের তরফ থেকে জানান হয়, ওই রাস্তার প্রস্থ প্রায় ২৭ মিটার কিন্তু ওই বাড়ির অবস্থানের জন্য রাস্তার প্রস্থ কমে দাঁড়াচ্ছিল প্রায় ১৩ মিটারে। ফলে ট্রাফিকের সমস্যায় জেরবার হচ্ছিলেন সাধারণ মানুষ।

যেখানে ছিল রেস্তরাঁ সেখানে শুধুই ধ্বংসস্তূপ। ছবি-এক্স
যেখানে ছিল রেস্তরাঁ সেখানে শুধুই ধ্বংসস্তূপ। ছবি-এক্স
মুম্বই: রাস্তা চওড়া হবে তাই ভেঙে ফেলা হল বহু প্রাচীন রেস্তরাঁ। শুক্রবার মুম্বইয়ের বান্দ্রার হিল রোডের উপর অবস্থিত প্রাচীন এই রেস্তরাঁ ভেঙে ফেলল প্রশাসন।
প্রায় ৭০ বছরের পুরনো এই রেস্তরাঁর নাম ‘মামাগোতো’ মুম্বইয়ের বান্দ্রার ব্যস্ততম হিল রোডের উপর দিব্যি ছিল এই খানাপিনার জায়গা। কিন্তু, বাধ সাধে চলমান ট্রাফিক। রাস্তায় ক্রমেই ট্রাফিকের চাপ বাড়তে থাকায় রাস্তা সরু হয়ে পড়ে। ফলে দেখা দেয় নিত্য যানবাহন আটকে জ্যামের সমস্যা। এই সমস্যা সমাধানেই এগিয়ে আসে বৃহ্নমুম্বই পুরসভা বা বিএমসি। তাঁদের তরফ থেকে জানান হয়, ওই রাস্তার প্রস্থ প্রায় ২৭ মিটার কিন্তু ওই বাড়ির অবস্থানের জন্য রাস্তার প্রস্থ কমে দাঁড়াচ্ছিল প্রায় ১৩ মিটারে। ফলে ট্রাফিকের সমস্যায় জেরবার হচ্ছিলেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
শেষে, গত ১৫ই জুন ওই রেস্তরাঁ তথা বাড়ির মালিককে শেষ নোটিস পাঠানো হয়। এবং গত ৯ই অগাস্ট দিন ঠিক হয় বাড়িটি ভেঙে ফেলা হবে। সেই মাফিক গত ৯ই অগাস্ট ভেঙে ফেলা হয় ওই বাড়িটি। দ্রুত ধ্বংসাবশেষ এলাকার থেকে সরিয়ে ফেললেই সেখানকার ট্রাফিক সম্পূর্ণ ভাবে স্বাভাবিক হয়ে যাবে বলে জানান হয়েছে পুরসভার তরফ থেকে।
advertisement
এই প্রসঙ্গে ওই এলাকার স্থানীয় বিধায়ক সংবাদ সংস্থাকে জানান, ” আমরা ধাপে ধাপে ওই রাস্তার প্রস্থ বাড়িয়েছি। ফলে সেখানকার ট্রাফিক আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। ওই রাস্তায় অনেক সমস্যা ছিল আমরা ধীরে ধীরে সব কিছুর সমাধান বের করেছি।”
ইতিমধ্যেই ভেঙে ফেলা বাড়ির বাসিন্দাদের বান্দ্রারই কিছু জায়গায় পুনর্বাসন দেওয়া হয়েছে। কিছু বাসিন্দাকে পুনর্বাসন দেওয়া হয়েছে কান্দিভালি এলাকাতেও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Restaurant: ভেঙে ফেলা হল প্রাচীন এই রেস্তরাঁ, কিন্তু কেন? কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement