#মুম্বই: করোনা সংক্রমণ ফের বাড়ছে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ঝড়ের গতিতে বেড়ে চলেছে। তাই এখনই সাবধান না হলে সাবধান। এই মর্মে বড়দিন বা বর্ষশেষের রাতে খোলা বা বদ্ধ যে কোনও জায়গায় আয়োজিত পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি (Brihanmumbai Municipal Corporation)। পাশাপাশি, শুক্রবারই নতুন করে করোনা বিধি জারি করেছে মহারাষ্ট্র সরকার, সেখানেও রাজ্যের কোথাও জমায়েতের ওপরে নিষেধাজ্ঞা লাগু হয়েছে। প্রশাসনের দাবি, যে করেই হোক সংক্রমণ ঠেকাতে হবে।
মুম্বইয়ের মিউনিসিপ্যাল কমিশনার আইএস চাহাল "নতুন বছর উদযাপন উপলক্ষ্যে খোলা বা বদ্ধ কোনও জায়গাতেই কোনও অনুষ্ঠান বা পার্টি করা যাবে না এ বারে। সেই মর্মে বিএম সি বিজ্ঞপ্তি জারি করেছে।" কমিশনার আরও জানিয়েছেন, মুম্বইয়ে চলতি সপ্তাহে করোনা সংক্রামিতের সংখ্যা উদবেগ বাড়িয়েছে, বিশেষ করে ভয় ধরাচ্ছে ওমিক্রন ভেরিয়্যান্ট। ফলে প্রশাসনের কঠোর না হয়ে র কোনও উপায় নেই। সেই কারনেই বর্ষশেষের উদযাপনে এত কড়া ব্যবস্থা।
আরও পড়ুন: ক্রিসমাস ইভে পর্তুগিজ গির্জায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অংশ নিলেন ক্যারলে! দেখুন
শনিবার পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫৮। ১৭ তম রাজ্য হিসেবে এবার উত্তরাখণ্ডেও মিলল ওমিক্রন আক্রান্তের সন্ধান। সারা বিশ্বে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ৮৪ হাজার ২৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৮০ লক্ষ ৭০ হাজার ৩৯। করোনার পাশাপাশি ওমিক্রন নিয়েও বাড়ছে উদ্বেগ।অন্যদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।