Inspiration: মাত্র ৮ বছর বয়সেই হারান দৃষ্টিশক্তি, এবার মাউন্ট এভারেস্ট জয় করে তাক লাগালেন দৃষ্টিহীন মহিলা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Debashish Chakraborty
Last Updated:
Inspiration: দৃষ্টিহীন মহিলা হিসাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন ভারতীয় মহিলা। হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা বছর ২৯-এর ছোনজিন আংমো এই রেকর্ড করলেন।
মানালি: দৃষ্টিহীন মহিলা হিসাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন ভারতীয় মহিলা। হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা বছর ২৯-এর ছোনজিন আংমো এই রেকর্ড করলেন। সকাল ৮:৩৪ মিনিটে আংমো পা রাখেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে।
মাত্র আট বছর বয়সেই ওষুধের প্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি হারায় আংমো। তারপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনা সঙ্গে খেলাধুলা। ছোট থেকেই পাহাড় চড়ার নেশাতে একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিং শুরু করে আংমো।
advertisement
advertisement
এভারেস্ট জয়ের আগে আংমো নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গ জয়, এভারেস্ট বেসক্যাম্প ট্রেকিং-সহ একাধিক ছোট ছোট শৃঙ্গ আরোহন করেছে। তবে এভারেস্ট জয় যা সব কিছুকেই পিছিয়ে ফেললেও আংমোর দাবি সে ছোট থেকে বড় হতে শিখেছে তাই শৈশব থেকে পাওয়া শিক্ষা সে ভুলতে চায়না।
advertisement
এভারেস্ট অভিযানের শুরুতে সে তাঁর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লেখেন- নারী শক্তির উত্থান ও প্রতিবন্ধীকতাকে জয় করতেই তাঁর সেই এভারেস্ট অভিযান।
দেবাশীষ চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 5:28 PM IST