#BJPScaredOfKejriwal: কেজরিওয়ালকে চড়, ট্যুইটারে মোদি-শাহকে তোপ আপ নেতাদের

Bangla Editor | News18 Bangla
Updated:May 04, 2019 08:38 PM IST
#BJPScaredOfKejriwal: কেজরিওয়ালকে চড়, ট্যুইটারে মোদি-শাহকে তোপ আপ নেতাদের
Bangla Editor | News18 Bangla
Updated:May 04, 2019 08:38 PM IST

#নয়াদিল্লি: ট্যুইটে এখন ভাইরাল একটাই হ্যাশট্যাগ ৷ #BJPScaredOfKejriwal ৷ কেজরিওয়ালকে ভয় পাচ্ছে বিজেপি ৷ কিন্তু কেন এমন আজব দাবি করছে আম আদমি পার্টি ? এই প্রশ্নের উত্তরে সেই ভাইরাল ভিডিওটির কথাই আবার বলতে হয় ৷

শনিবার বিকেলে দিল্লির মোতি নগরে প্রচারে বেরিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ হুডখোলা জিপের উপরে দাঁড়িয়ে সবাইকে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তিনি ৷ আচমকাই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা ৷ ভিড়ের মধ্যে থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে এগিয়ে আসেন এক ক্ষিপ্ত জনতা ৷ সটান তিনি উঠে পড়েন গাড়ির উপরে ৷ এরপর কষিয়ে তাঁর গালে এক চড় মারে ওই ব্যক্তি ৷ গোটা ঘটনায় কয়েক মুহূর্তের মধ্য স্তব্ধ হয়ে যান সকলে ৷ অভিযুক্ত ব্যক্তি আপাতত বন্দি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷

এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করাল আপ ৷ ট্যুইটে রীতিমত হুঁশিয়ারি দিয়ে আম আদমি পার্টির দাবি, ‘এই হামলা অরবিন্দ কেজরিওয়ালের উপরে নয় ৷ এই হামলা আসলে দিল্লির উপরে ৷ এর জবাব ১২ মে পাবে বিজেপি ৷’

এই ঘটনার তীব্র নিন্দা করেন আপ নেতা সঞ্জয় সিং ৷ তিনি বলেন, ‘দিল্লির মানুষদের সুরক্ষার দায়িত্ব রয়েছে মোদি সরকারের উপরে ৷ কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জীবনই এই মুহূর্তে চরম সংকটের মুখে ৷ বারবার হামলা চালানো হচ্ছে কেজরিওয়ালের উপরে ৷ যদি ক্ষমতা থাকে তাহলে লুকিয়ে অন্যকে হাতিয়ার করে কেন ? সামনে এসে লড়ুক বিজেপি ৷’

এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আপ নেতা মণীশ সিসোডিয়াও ৷ তিনি ট্যুইটে বলেন, ‘মোদি-শাহ কি এবার কেজরিওয়ালকে খুন করতে চাইছেন ? কারণ সবরকমের চেষ্টা করেও কেজরিওয়ালের মনোবল ভাঙতে পারেননি মোদি-শাহ ৷ সেই কারণে এবার রাস্তা থেকে একেবারে কেজরিওয়ালকে মুছে ফেলতেই এই ঘৃণ্য পদক্ষেপ নিচ্ছেন মোদি ৷’

First published: 08:38:56 PM May 04, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर