#BJPScaredOfKejriwal: কেজরিওয়ালকে চড়, ট্যুইটারে মোদি-শাহকে তোপ আপ নেতাদের
Last Updated:
#নয়াদিল্লি: ট্যুইটে এখন ভাইরাল একটাই হ্যাশট্যাগ ৷ #BJPScaredOfKejriwal ৷ কেজরিওয়ালকে ভয় পাচ্ছে বিজেপি ৷ কিন্তু কেন এমন আজব দাবি করছে আম আদমি পার্টি ? এই প্রশ্নের উত্তরে সেই ভাইরাল ভিডিওটির কথাই আবার বলতে হয় ৷
শনিবার বিকেলে দিল্লির মোতি নগরে প্রচারে বেরিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ হুডখোলা জিপের উপরে দাঁড়িয়ে সবাইকে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তিনি ৷ আচমকাই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা ৷ ভিড়ের মধ্যে থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে এগিয়ে আসেন এক ক্ষিপ্ত জনতা ৷ সটান তিনি উঠে পড়েন গাড়ির উপরে ৷ এরপর কষিয়ে তাঁর গালে এক চড় মারে ওই ব্যক্তি ৷ গোটা ঘটনায় কয়েক মুহূর্তের মধ্য স্তব্ধ হয়ে যান সকলে ৷ অভিযুক্ত ব্যক্তি আপাতত বন্দি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷
advertisement
এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করাল আপ ৷ ট্যুইটে রীতিমত হুঁশিয়ারি দিয়ে আম আদমি পার্টির দাবি, ‘এই হামলা অরবিন্দ কেজরিওয়ালের উপরে নয় ৷ এই হামলা আসলে দিল্লির উপরে ৷ এর জবাব ১২ মে পাবে বিজেপি ৷’
advertisement
এই ঘটনার তীব্র নিন্দা করেন আপ নেতা সঞ্জয় সিং ৷ তিনি বলেন, ‘দিল্লির মানুষদের সুরক্ষার দায়িত্ব রয়েছে মোদি সরকারের উপরে ৷ কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জীবনই এই মুহূর্তে চরম সংকটের মুখে ৷ বারবার হামলা চালানো হচ্ছে কেজরিওয়ালের উপরে ৷ যদি ক্ষমতা থাকে তাহলে লুকিয়ে অন্যকে হাতিয়ার করে কেন ? সামনে এসে লড়ুক বিজেপি ৷’
advertisement
दिल्ली के मुख्यमंत्री की सुरक्षा मोदी सरकार के अधीन है लेकिन @ArvindKejriwal का जीवन सबसे असुरक्षित है बार बार हमला और फिर पुलिस का रोना क्या साज़िश है इसके पीछे? हिम्मत है तो सामने आकर वार करो दूसरों को हथियार बनाकर नही। https://t.co/9rE9QNFZzq
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) May 4, 2019
advertisement
এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আপ নেতা মণীশ সিসোডিয়াও ৷ তিনি ট্যুইটে বলেন, ‘মোদি-শাহ কি এবার কেজরিওয়ালকে খুন করতে চাইছেন ? কারণ সবরকমের চেষ্টা করেও কেজরিওয়ালের মনোবল ভাঙতে পারেননি মোদি-শাহ ৷ সেই কারণে এবার রাস্তা থেকে একেবারে কেজরিওয়ালকে মুছে ফেলতেই এই ঘৃণ্য পদক্ষেপ নিচ্ছেন মোদি ৷’
क्या मोदी और अमित शाह अब केजरीवाल की हत्या करवाना चाहते हैं? 5 साल सारी ताक़त लगाकर जिसका मनोबल नहीं तोड़ सके, चुनाव में नहीं हरा सके..अब उसे रास्ते से इस तरह हटाना चाहते हो कायरो! ये केजरीवाल ही तुम्हारा काल है. — Manish Sisodia (@msisodia) May 4, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2019 8:38 PM IST