একের পর এক শহরের নাম বদল ! যোগীর রাজ্যের এক মন্ত্রীর গলাতে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভের সুর

Last Updated:
#লখনউ: মুঘলসরাই..এলাহাবাদ..ফৈজাবাদ ৷ একের পর এক শহরের নাম বদল ৷ মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতেই পরিবর্তন হচ্ছে নাম ৷ যার জেরে সমালোচনার মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেন, ‘মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায়, এলাহাবাদ থেকে প্রয়াগরাজ, ফৈজাবাদ থেকে অযোধ্যা ৷ এই সমস্ত শহরের নাম পরিবর্তনে কোনও ভুল করিনি আমরা ৷ প্রয়োজন মনে করেছি ৷ তাই পরিবর্তন করেছি ৷ দরকার হলে ভবিষ্যতে আরও অন্যান্য শহরের নাম পরিবর্তন করা হবে ৷’
ফৈজাবাদ এবং এলাহাবাদের নাম পরিবর্তনের পর একাধিক বিজেপি শাসিত শহর নাম পরিবর্তনের তালিকায় নাম নথিভুক্ত করেছে ৷ তালিকার শীর্ষে রয়েছে আগ্রা ৷ ইতিমধ্যেই আগ্রার নাম পরিবর্তনের প্রস্তাবও দিয়েছেন আগ্রার বিধায়ক জগন প্রসাদ গর্গ ৷ তিনি বলেন, ‘আগ্রার নাম পরিবর্তন করে  ‘অগ্রবন’ কিংবা ‘অগ্রওয়াল’ করা উচিত ৷ যেখানে ইচ্ছে খুঁজে দেখুন, কী তাৎপর্য আছে আগরা নামটার? আগে এখানে অনেক জঙ্গল ছিল। আগরওয়াল সম্প্রদায়ের লোকেরা থাকতেন এখানে। তাই নামটা হওয়া উচিত ‘অগ্রবন’ বা ‘অগ্রওয়াল’।’’ বিশেষজ্ঞদের কারও কারও মতে, অগ্রবনের উল্লেখ মহাভারতেও রয়েছে।
advertisement
advertisement
অপরদিকে, উত্তরপ্রদেশেরই মেরঠের সরধনার বিতর্কিত বিধায়ক শারধনা সঙ্গীত সোম আবার মুজাফ্ফরনগরের নামের পরিবর্তন চান ৷ তাঁর দাবি, ‘মুজাফ্ফরনগরের নাম পরিবর্তন করে লক্ষ্মী নগর রাখা হোক ৷’
একের পর এক শহরের নাম পরিবর্তনের জেরে নিজেদের জোটসঙ্গীদের সঙ্গেই বিভাজনের সৃষ্টি হয়েছে ৷ উত্তরপ্রদেশের মন্ত্রীসভার এক সদস্য তথা মন্ত্রী ওম প্রকাশ রাজভর বলেন, ‘সমাজের প্রয়োজনীয় বিষয়গুলি থেকে মনোযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বিজেপি ৷ অনগ্রসর এবং পিছিয়ে পড়া মানুষেরা যাতে উন্নয়নের দাবিতে আওয়াজ তুলতে না পারে সেই কারণেই শহরের নাম বদলে দেওয়া হয়েছে ৷’
advertisement
পাশাপাশি তিনি আরও বলেন, ‘দেশে মুঘলদের নাম বদলে দিচ্ছে বিজেপি ৷ কিন্তু মুসলিম শাসকদের দৌলতে আমাদের দেশে একাধিক উন্নতি হয়েছে ৷ এটা বিজেপি অস্বীকার করতে পারবে না ৷ এর পাশাপাশি যদি বিজেপির নেতাদের উপর নজর রাখা যায় ৷ তাহলে দেখা যাবে, বিজেপির জাতীয় মুখপত্র শাহনাজ হুসেন, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এবং উত্তরপ্রদেশের মন্ত্রী মহিসা রাজা-এরা সকেলর মুসলিম এবং বিজেপির নেতা ৷ তাহলে এদের নামবদল করা হোক ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একের পর এক শহরের নাম বদল ! যোগীর রাজ্যের এক মন্ত্রীর গলাতে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভের সুর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement