গুজরাতের পুরভোটে গেরুয়া ঝড়, প্রায় উড়ে গেল কংগ্রেস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যে পুুরনিগমগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল আহমেদাবাদ, সুরাত, বরোদা, রাজকোট, ভাবনগর এবং জামনগর৷
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই গুজরাতের পুরসভা নির্বাচনে গেরুয়া ঝড়৷ গুজরাতের ৬টি পুরনিগমের ভোটে একপেশে জয় পাওয়ার পথে বিজেপি৷ কংগ্রেস কার্যত কোনও ছাপ ফেলতে না পারলেও সুরাতে ২৫টি ওয়ার্ডে জিতে চমকে দিয়েছে আম আদমি পার্টি৷
যে পুুরনিগমগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল আহমেদাবাদ, সুরাত, বরোদা, রাজকোট, ভাবনগর এবং জামনগর৷ মোট ৫৭৬টি আসনের জন্য ভোট হয়েছিল৷ সেখানে বিজেপি একাই জিতেছে ৩৮৯টি৷ কংগ্রেস জিতেছে মাত্র ৩৯টিতে৷
বিজেপি-এর এই একপেশে জয়ের পর ট্যুইট করে গুজরাতবাসীকে ধন্য়বাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্য়ুইটারে তিনি লিখেছেন, 'গুজরাতের পুরভোটের ফল স্পষ্ট ভাবে প্রমাণ করছে যে উন্নয়ন এবং সুশাসনের উপরে মানুষের আস্থা অটল রয়েছে৷'
advertisement
advertisement
Thank you Gujarat! Results of municipal elections across the state clearly show the unwavering faith people have towards politics of development and good governance. Grateful to the people of the state for trusting BJP yet again. Always an honour to serve Gujarat.
— Narendra Modi (@narendramodi) February 23, 2021
advertisement
এই ফলের পরেই গুজরাতের কংগ্রেস কর্মীরা দলের রাজ্য সভাপতিবাবু রায়কার বিরুদ্ধে বিক্ষোভ দেখান৷ তাঁর কুশপুতুও দাহ করা হয়৷ অন্যদিকে আপের চমকপ্রদ ফলের পর অরবিন্দ কেজরিওয়াল নিজে সুরাত যাচ্ছেন৷ আগামী ২৬ ফেব্রুয়ারি সেখানে রোড শো করবেন তিনি৷
দুর্দান্ত ফলের পর ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী৷ তিনি বলেন, 'মানুষের প্রত্যাশা পূরণে আমরা আরও কঠিন পরিশ্রম করব৷ গুজরাতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করে না৷' গুজরাতের বিজেপি সভাপতি সি আর পাটিল দাবি করেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের অধীনেই ভাল ফল করেছে দল৷ সুরাতে আপ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট পেয়েছে বলেও দাবি করেছেন দলের রাজ্য সভাপতি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 23, 2021 7:04 PM IST








