One nation One election :হুইপ অমান্য করে সংসদে গরহাজির, শাস্তির মুখে বাংলার চার বিজেপি সাংসদ! তালিকায় কারা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার লোকসভায় পাস হয় 'এক দেশ এক নির্বাচন' বিল। কিন্তু, ওইদিন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না এনডিএ তথা শাসক দল বিজেপির বহু সাংসদ।
নয়াদিল্লি: মঙ্গলবার লোকসভায় পাস হয় ‘এক দেশ এক নির্বাচন’ বিল। কিন্তু, ওইদিন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না এনডিএ তথা শাসক দল বিজেপির বহু সাংসদ। এবার তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হল। সূত্রের খবর, গরহাজিরার কারণ জানতে চেয়ে শোকজ নোটিশ পেতে চলেছেন অনুপস্থিত বিজেপি সাংসদরা। সেই তালিকায় রয়েছেন বাংলার চার সাংসদ। রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।
‘এক দেশ এক নির্বাচন’ বিল পাস হওয়া নিয়ে রীতিমত সরগরম ছিল দেশের রাজনীতি। শাসক-বিরোধী সংঘাতের মঙ্গলবার লোকসভায় পাস হয় এই বিল। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এ সংক্রান্ত ১২৯তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল সংসদের নিম্নকক্ষে পেশ করেন।
advertisement
advertisement
বিরোধীদের ‘ডিভিশনের’ দাবি মেনে ভোটাভুটি হয়। দেখা যায় নিম্নকক্ষে বিলের পক্ষে ভোট পড়েছে ২৬৯টি। বিলের বিপক্ষে ভোট পড়ে ১৯৮টি। কিন্তু এনডিএ জোটের সাংসদের সংখ্যা মোট ২৯৩।
ভোটাভুটির কথা মাথায় রেখে আগে থেকেই হুইপ জারি করা হয়েছিল। অর্থাৎ, ওই নির্দিষ্ট দিনে হাজির থাকতে বলা হয়েছিল শাসক তথা জোট সরকারের প্রত্যেক সাংসদকে। কিন্তু, ওইদিন গরহাজির ছিলেন বহু সাংসদ। গরহাজির ছিলেন নীতিন গডকড়ির গিরিরাজ সিং-য়ের মতন হেভিওয়েট মন্ত্রীরাও। এরপরেই পদক্ষেপের সিদ্ধান্ত নেয় দল। সূত্রের খবর, কুড়ি জন অনুপস্থিত সাংসদরা আগে থেকে দলকে অনুপস্থিতির বিষয়টি আগে থেকে জানিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 18, 2024 6:17 PM IST