Lok Sabha Elections 2019 Result: সারা দেশে পদ্ম ফুটলেও, কেরল, তামিলনাড়ুতে সুবিধা করতে পারল না বিজেপি
Last Updated:
General Election 2019 Result: গতবারের রেকর্ড ভেঙে বিজেপি-ই আসন বাড়াল লাফিয়ে৷ ২৯২টি আসন ইতিমধ্যেই বিজেপি-র ঝুলিতে আসছে৷ এ হেন পরিস্থিতিতে বিরোধীদের মুখ বাঁচাল কেরল ও তামিলনাড়ু৷
#নয়াদিল্লি: দেশজুড়ে পদ্ম ফুটেছে৷ নিঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদি সরকারই৷ গতবারের রেকর্ড ভেঙে বিজেপি-ই আসন বাড়াল লাফিয়ে৷ ২৯২টি আসন ইতিমধ্যেই বিজেপি-র ঝুলিতে আসছে৷ এ হেন পরিস্থিতিতে বিরোধীদের মুখ বাঁচাল কেরল ও তামিলনাড়ু৷
একমাত্র দক্ষিণের এই দুই রাজ্যেই বিশেষ গতি করতে পারল না বিজেপি৷ ২০ লোকসভা আসনের কেরলে সব আসনেই এগিয়ে কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট৷ সকালের দিকে কেরলের একটি আসনে এগিয়েছিল বিজেপি৷ পাথানমথিত্তা আসনটি বেশ তাত্পর্যপূর্ণ৷ এখানেই রয়েছে সবরীমালা মন্দির৷ পরে এই আসনটিতে পিছিয়ে যায় বিজেপি৷
বামেদের এলডিএফ (লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট) মাত্র একটি আসনে এগিয়ে৷ আসনটি হল কাসারাগড়৷ তিরুঅনন্তপুরমে জয়ের পতে এগোচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর৷ গণনার শুরুতে কিছু সময় এগিয়ে ছিল বিজেপি প্রার্থী রাজশেখর কুম্মানম৷ পরে শশী থারুর এগিয়ে যান৷ ২০১৪ সালেও এই আসনটিতে একই ভাবে জিতেছিলেন শশী৷ কেরলে বামেরা একেবারে কোণঠাসা হয়ে পড়ল৷
advertisement
advertisement
এ বার আসা যাক তামিলনাড়ুর কথায়৷ তামিলনাড়ুতেও সুবিধা করতে পারল না গেরুয়া ব্রিগেড৷ ৩৯ আসনের তামিলনাড়ু লোকসভায় ২৯টি আসনে এগিয়ে ডিএমকে৷ ভালো এগোচ্ছে কমল হাসানের মাক্কাল নিধি মায়াম৷ বিশেষ করে চেন্নাই দক্ষিণ, চেন্নাই মধ্য ও চেন্নাই উত্তরে এগিয়ে কমল হাসানের দল৷
নীলগিরি লোকসভা আসনে মুখোমুখি ডিএমকে-র এ রাজা ও এআইএডিএমকে-র এম থায়াগারাজন৷ এই আসনে এ রাজা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2019 2:37 PM IST