Lok Sabha Elections 2019 Result: সারা দেশে পদ্ম ফুটলেও, কেরল, তামিলনাড়ুতে সুবিধা করতে পারল না বিজেপি

Last Updated:

General Election 2019 Result: গতবারের রেকর্ড ভেঙে বিজেপি-ই আসন বাড়াল লাফিয়ে৷ ২৯২টি আসন ইতিমধ্যেই বিজেপি-র ঝুলিতে আসছে৷ এ হেন পরিস্থিতিতে বিরোধীদের মুখ বাঁচাল কেরল ও তামিলনাড়ু৷

#নয়াদিল্লি:  দেশজুড়ে পদ্ম ফুটেছে৷ নিঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদি সরকারই৷ গতবারের রেকর্ড ভেঙে বিজেপি-ই আসন বাড়াল লাফিয়ে৷ ২৯২টি আসন ইতিমধ্যেই বিজেপি-র ঝুলিতে আসছে৷ এ হেন পরিস্থিতিতে বিরোধীদের মুখ বাঁচাল কেরল ও তামিলনাড়ু৷
একমাত্র দক্ষিণের এই দুই রাজ্যেই বিশেষ গতি করতে পারল না বিজেপি৷ ২০ লোকসভা আসনের কেরলে সব আসনেই এগিয়ে কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট৷ সকালের দিকে কেরলের একটি আসনে এগিয়েছিল বিজেপি৷ পাথানমথিত্তা আসনটি বেশ তাত্‍‌পর্যপূর্ণ৷ এখানেই রয়েছে সবরীমালা মন্দির৷ পরে এই আসনটিতে পিছিয়ে যায় বিজেপি৷
বামেদের এলডিএফ (লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট) মাত্র একটি আসনে এগিয়ে৷ আসনটি হল কাসারাগড়৷ তিরুঅনন্তপুরমে জয়ের পতে এগোচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর৷ গণনার শুরুতে কিছু সময় এগিয়ে ছিল বিজেপি প্রার্থী রাজশেখর কুম্মানম৷ পরে শশী থারুর এগিয়ে যান৷ ২০১৪ সালেও এই আসনটিতে একই ভাবে জিতেছিলেন শশী৷ কেরলে বামেরা একেবারে কোণঠাসা হয়ে পড়ল৷
advertisement
advertisement
এ বার আসা যাক তামিলনাড়ুর কথায়৷ তামিলনাড়ুতেও সুবিধা করতে পারল না গেরুয়া ব্রিগেড৷ ৩৯ আসনের তামিলনাড়ু লোকসভায় ২৯টি আসনে এগিয়ে ডিএমকে৷ ভালো এগোচ্ছে কমল হাসানের মাক্কাল নিধি মায়াম৷ বিশেষ করে চেন্নাই দক্ষিণ, চেন্নাই মধ্য ও চেন্নাই উত্তরে এগিয়ে কমল হাসানের দল৷
নীলগিরি লোকসভা আসনে মুখোমুখি ডিএমকে-র এ রাজা ও এআইএডিএমকে-র এম থায়াগারাজন৷ এই আসনে এ রাজা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Elections 2019 Result: সারা দেশে পদ্ম ফুটলেও, কেরল, তামিলনাড়ুতে সুবিধা করতে পারল না বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement