প্রধানমন্ত্রী বিষ্ণুর একাদশতম অবতার! আবেগাপ্লুত বিজেপি মুখপাত্র

Last Updated:
#মুম্বই: এবার খোদ বিষ্ণুর অবতারের আখ্যা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র অভদূত ওয়াঘ, প্রধানমন্ত্রীকে বিষ্ণুর ১১তম অবতার বলে সম্বোধন করেন । সঙ্গেই সঙ্গেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া । কটাক্ষ করতে দেরি করেন বিরোধী গোষ্ঠীও । ভগবানকে অপমান করা হয়েছে, দাবি বিরোধীদের ।
শুক্রবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ট্যুইট করেন তিনি যেখানে লেখা রয়েছে ভারতের আদরণীয় প্রধানমন্ত্রী ভগবান বিষ্ণুর ১১তম অবতার । একটি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ভারতের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে তাঁরা মোদির মত ভগবানতূল্য একজন প্রতিনিধিকে পেয়েছেন ।
advertisement
advertisement
তবে বিরোধী মহলে এর পরেই উঠেছে তুমুল সমালোচনার ঝড় । কংগ্রেস মুখপাত্র অতুল লোন্ডে জানিয়েছেন নিজেদের হারিয়ে যাওয়া রাজনৈতিক দৃঢ়তা ফিরে পেতেই এসব করছে গেরুয়া দল । এই মন্তব্যটিকে অহেতুক গুরুত্ব দেওয়ার কোনও মানেই হয় না, বক্তব্য লোন্ডের । অত্যন্ত নিম্ন রুচির পরিচয় বহন করে এই ধরনের মন্তব্য, জানিয়েছেন তিনি ।
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রী বিষ্ণুর একাদশতম অবতার! আবেগাপ্লুত বিজেপি মুখপাত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement