পুর আধিকারিককে ব্যাট দিয়ে মারধর, কৈলাস-পুত্র আকাশ বিজয়বর্গীয়কে শোকজ করল বিজেপি
Last Updated:
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন৷ বিজেপির সাংসদীয় বৈঠকে মোদি স্পষ্ট জানিয়ে দেন, দলের সঠিক প্রতিনিধিত্ব যাঁরা করতে পারেন না, তাঁদের কোনও প্রয়োজন নেই দলে।
#ইনদওর: কর্তব্যরত সরকারি অফিসারকে ব্যাট দিয়ে পেটানোর অভিযোগে কৈলাস বিজয়বর্গীয়র বিধায়ক পুত্র আকাশ বিজয়বর্গীকে শো-কজ করল বিজেপি-র শৃঙ্খলারক্ষা কমিটি৷ গত ২৬ জুন ইনদওরের পুুর আধিকারিককে ব্যাট দিয়ে মারধর করেন আকাশ বিজয়বর্গীয়৷ মারধরের সেই ভিডিও ভাইরাল হয়৷
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন৷ বিজেপির সাংসদীয় বৈঠকে মোদি স্পষ্ট জানিয়ে দেন, দলের সঠিক প্রতিনিধিত্ব যাঁরা করতে পারেন না, তাঁদের কোনও প্রয়োজন নেই দলে। পরোক্ষভাবে কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করে মোদি জানান, ছেলে যারই হোক, এই ধরনের ব্যবহার বরদাস্ত করা হবে না।
এরপরই আকাশকে শোকজ করল বিজেপি৷ ২৬ জুন, ইনদওরের পুর আধিকারিক ধীরেন্দ্র সিংকে ব্যাট দিয়ে মারধর করেন কৈলাস বিজয়বর্গীয়র ছেলে ও সাংসদ আকাশ বিজয়বর্গীয়। তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ যদিও পরে জামিনে মুক্ত হন তিনি। ছেলেকে সমর্থন করে কৈলাস বলেন 'দুজনেই কাঁচা খেলোয়াড়, এটা এক ধরনের ভুল বোঝাবুঝি৷'
advertisement
advertisement
আরও ভিডিও: দেখুন, কী ভাবে সরকারি অফিসারকে ব্যাট দিয়ে মারছেন আকাশ বিজয়বর্গীয়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2019 7:39 PM IST