Rahul Gandhi: আদৌ কি রাহুলের কেমব্রিজ যোগ খাঁটি? এবার নয়া চাপ বিজেপি-র
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি। লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। এবার রাহুল গান্ধির কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যোগ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। কেমব্রিজের ফেলো হিসেবে সেখানে বক্তব্য রেখেছিলেন রাহুল গান্ধি। কংগ্রেসের পক্ষ থেকে সেখানকার আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে। যদিও বিজেপির দাবি এই আমন্ত্রণপত্র ভুয়ো।
বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্য টুইটারে একটি বিষয়টি শেয়ার করেছেন। একটি সর্বভারতীয় সংবাদ পোর্টাল দাবি করেছে, কেমব্রিজ তাদের ইমেলের জবাবে জানিয়েছে, রাহুল গান্ধি কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের সাম্মানিক নন ভিজিটিং ফেলো এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো নন। সাধারণত নন ভিজিটিং ফেলো যে কোনও পরিচিত, নামি ব্যক্তিদের দেওয়া হয়। অন্যদিকে ভিজিটিং ফেলো হতে গেলে সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা, শিক্ষাদান বা অন্য কোনও অবদান থাকে। যদিও সেগুলির মধ্যে পড়েন না রাহুল গান্ধি।
advertisement
advertisement
উল্লেখিত প্রতিবেদনটি টুইটারে শেয়ার করেছেন অমিত মালব্য। সেই সঙ্গে তিনি লিখেছেন, " প্রিয়াঙ্কা গান্ধি মিথ্যা দাবি করেছেন যে, রাহুল গান্ধির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে। কংগ্রেস দাবি করেছে রাহুল গান্ধি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দাবি খণ্ডন করেছে। রাহুল গান্ধির পড়শোনা প্রমাণ করতে মরিয়া কংগ্রেস।"
advertisement
সাংসদ পদ চলে যাওয়ার পর তাঁকে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে। সেই ইস্যুতে একজোট বিরোধীরা। ২৭ মার্চ তারিখে এই চিঠি পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ১২ তুঘলক লেনের সরকারি বাংলো রাহুলকে ছাড়তে হবে৷ এর জন্য আগামী মাসের অর্থাৎ এপ্রিলের ২২ তারিখ পর্যন্ত সময় পাবেন তিনি৷ ২৩ তারিখ থেকে তাঁর জন্য নির্ধারিত বাসস্থান আর তাঁর জন্য থাকবে না৷ এর আগে মোদি সমাজ নিয়ে আপত্তিকর বক্তব্য রাখার জন্য তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল সুরাতের আদালত৷ সেই নির্দেশ মেনে রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা হয় সংসদ থেকে৷ তিনি জামিন পেলেও জনপ্রতিনিধি আইন অনুসারে তাঁর সদস্যপদ বাতিল করে আইনসভা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi Cantonment,New Delhi,Delhi
First Published :
April 02, 2023 2:18 AM IST