Rahul Gandhi: বাংলো নেই, নতুন ঠিকানায় থাকবেন রাহুল গান্ধি! আস্ত বাড়ি লিখে দিলেন কে?

Last Updated:

কংগ্রেস সেবা দলের তরফে টুইটারে লিখেছেন, "দিল্লি মহিলা কংগ্রেস সেবা দলের সভানেত্রী রাজকুমারী গুপ্তা তাঁর মঙ্গলপুরীর বাড়িটি রাহুল গান্ধির নামে দিয়েছেন। ইন্দিরা গান্ধির সময়ে বাড়িটি পেয়েছিলেন তিনি। রাজকুমারী গুপ্তা দেবী বলেছেন, রাহুল গান্ধিকে বাড়িছাড়া করতে পারেন তবে দেশবাসীর মন থেকে বের করে দিতে পারবেন না।"

নতুন বাড়ি পেলেন রাহুল৷
নতুন বাড়ি পেলেন রাহুল৷
নয়াদিল্লি: চারতলা বাড়ি পেলেন রাহুল গান্ধি। কংগ্রেস সেবা দলের সভানেত্রী রাজকুমারী গুপ্তা তাঁর চারতলা বাড়ি রাহুল গান্ধিকে দিয়েছেন। মঙ্গলপুরীর এই চারতলা বাড়িটি ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন পেয়েছিলেন তিনি।
কংগ্রেস সেবা দলের তরফে টুইটারে লিখেছেন, "দিল্লি মহিলা কংগ্রেস সেবা দলের সভানেত্রী রাজকুমারী গুপ্তা তাঁর মঙ্গলপুরীর বাড়িটি রাহুল গান্ধির নামে দিয়েছেন। ইন্দিরা গান্ধির সময়ে বাড়িটি পেয়েছিলেন তিনি। রাজকুমারী গুপ্তা দেবী বলেছেন, মোদিজি রাহুল গান্ধিকে  বাড়িছাড়া করতে পারে,ন তবে দেশবাসীর মন থেকে বের করে দিতে পারবেন না।"
২২ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে দলের তরফে। সেখানে নথি হাতে দেখা গিয়েছে কংগ্রেস নেতৃত্বকে। সেই নথি বাড়ির নথি বলেই খবর। সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর এবার সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে রাহুল গান্ধিকে। ২০০৫ থেকে নয়াদিল্লির তুঘলক লেনের যে বাড়িতে তিনি থাকতেন, সেটি খালি করতে বলা হয়েছে। আর তাতেই কেন্দ্রীয় সরকার এবং বিজেপির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।
advertisement
advertisement
advertisement
বিরোধীদের কণ্ঠরোধ করতে বিজেপি সব রকম চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। বাড়ি খালি করার জন্য এপ্রিলের ২২ তারিখ পর্যন্ত সময় পাবেন রাহুল গান্ধি ৷ ২৩ তারিখ থেকে তাঁর জন্য নির্ধারিত বাসস্থান আর তাঁর জন্য থাকবে না৷
advertisement
এর আগে মোদি সমাজ নিয়ে আপত্তিকর বক্তব্য রাখার জন্য তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল সুরাতের আদালত৷  সেই নির্দেশের পরই গান্ধির সদস্যপদ বাতিল করা হয় সংসদ থেকে৷ তিনি জামিন পেলেও জনপ্রতিনিধি আইন অনুসারে তাঁর সদস্যপদ বাতিল করে লোকসভার সচিবালয়৷ তা নিয়ে উত্তাল হয় দেশের রাজনীতি৷ রাহুল গান্ধি নিজেও বলেন, তিনি এর পরেও মোদি সরকারের সমালোচনা করা ছাড়বেন না৷ তাঁকে গ্রেফতার করা হলেও তিনি সরকারের সমালোচনা সমান তালেই চালিয়ে যাবেন৷ বিজেপি বিরোধী দলগুলিও এক স্বরে এই সিদ্ধান্তের বিরোধিতা করে৷ দেশ জুড়ে  বিভিন্ন স্থানে কংগ্রেসের বিক্ষোভ শুরু হয়৷ কিন্তু তাতেও রাহুলের সদস্যপদ বাতিলের সিদ্ধান্তে কোনও বদল আসেনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: বাংলো নেই, নতুন ঠিকানায় থাকবেন রাহুল গান্ধি! আস্ত বাড়ি লিখে দিলেন কে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement