Narendra Modi: আজ থেকে শুরু বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক, তার আগে দিল্লিতে মোদির রোড-শো

Last Updated:

সংসদ মার্গের পটেল চক থেকে জয় সিং রোডের ডাংশন পর্যন্ত বিজেপি একটি রোড শো-র করবে। দুপুর ৩টের পর থেকে এই রোড শো শুরু হওয়ার কথা।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
#নয়াদিল্লি: আজ দিল্লিতে নরেন্দ্র মোদির রোড শো। আর সেই রোড শো ঘিরে দিল্লির প্রশাসনিক স্তরে তো বটেই চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে পদ্মশিবিবের অন্দরেও। আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে বিজেপির জাতীয় পর্যায়ের ২ দিনের কর্মসমিতির বৈঠক। এই বৈঠক থেকেই চব্বিশের লড়াইয়ের সুর বেঁধে দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সব মিলিয়ে সোমবার, ১৬ জানুয়ারি বিজেপির কাছে গুরুত্বপূর্ণ দিন।
দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পদ্মশিবিরের সাংগঠনিক স্তরের এই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।
advertisement
advertisement
বৈঠকে যোগ দেওয়ার আগে দিল্লির পটেল চক থেকে পার্লামেন্ট স্ট্রিট পর্যন্ত একটি রোড শো করবেন মোদি। আগে এই রোড শো মঙ্গলবারের জন্য নির্ধারিত থাকলেও পরে কর্মসূচিতে বদল আনে বিজেপি।
গুজরাতের বিধানসভা নির্বাচনে ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে এই প্রথম এত উচ্চ পর্যায়ের কোনও বৈঠক হতে চলেছে বিজেপিতে। এর আগে গুজরাতেও ৫ ঘণ্টা ধরে ৫০ কিলোমিটার রোড শো করেছিলেন মোদি।
advertisement
নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে সোমবার সকাল থেকেই দিল্লির একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দিল্লি পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সংসদ মার্গের পটেল চক থেকে জয় সিং রোডের ডাংশন পর্যন্ত বিজেপি একটি রোড শো-র করবে। দুপুর ৩টের পর থেকে এই রোড শো শুরু হওয়ার কথা। রোড শো-এর নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই রোড শো য়ের জন্য যাতে দিল্লির পথঘাটে কোনও যানজটের সৃষ্টি না হয়, তার পূর্ণাঙ্গ চেষ্টা করবে প্রশাসন।"
advertisement
মোদির এই রোড শো নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "দিল্লিতে ভারত জোড়ো যাত্রার সাফল্য দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই রোড শো এর নামে এভাবে প্রহসন করছে।" প্রসঙ্গত, গত সপ্তাহেই দিল্লিতে ঢুকেছে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। সেই যাত্রায় যোগ দিয়েছিলেন বোন প্রিয়াঙ্কাও।
advertisement
বিজেপি সূত্রের খবর সোমবার বিকেল ৪টে থেকে কনভেনশন সেন্টারে মূল বৈঠক শুরু হবে। চলবে ১৭ জানুয়ারি বিকেল ৪টে পর্যন্ত। কিন্তু মূল বৈঠক হওয়ার আগে সোমবার সকালে নয়াদিল্লিতে বিজেপির কার্যালয় আরও একটি বৈঠক করবেন বিজেপির জাতীয় পদাধিকারী নেতৃত্বেরা। সকাল ১০টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা।
চলতি মাসেই শেষ হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে জে পি নাড্ডার। কিন্তু চব্বিশের নির্বাচনেও দলীয় নেতৃত্বের শীর্ষপদে তাঁকেই রাখতে চান মোদি-শাহ সহ বিজেপির শীর্ষনেতৃত্ব। বিজেপির সভাপতি হিসাবে নাড্ডার মেয়াদবৃদ্ধির বিষয়েও ঘোষণা করা হতে পারে এই বৈঠকে।
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: আজ থেকে শুরু বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক, তার আগে দিল্লিতে মোদির রোড-শো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement