পছন্দসই সিট পেলেন না, প্লেনেই ধর্নায় বসলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর

Last Updated:

বিমানের ভিতরই ধর্নায় বসলেন প্রজ্ঞা ঠাকুর ৷ বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের অভিযোগ স্পাইস জেটের বিমানকর্মীরা তাঁকে নির্ধারিত আসনে বসতে দেননি ৷

#নয়াদিল্লি: বিমানের ভিতরই ধর্নায় বসলেন প্রজ্ঞা ঠাকুর ৷ বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের অভিযোগ স্পাইস জেটের বিমানকর্মীরা তাঁকে নির্ধারিত আসনে বসতে দেননি ৷ আর সেই কারণেই বিরক্ত হয়ে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন প্রজ্ঞা ঠাকুর ৷ আর এর কারণে দিল্লি থেকে ভোপাল যাওয়ার স্পাইস জেট প্রায় ৪৫ মিনিট দেরিতে আকাশে ওড়ে ৷
বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের অভিযোগ, ‘স্পাইসজেট কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানিয়েছি। বিমানকর্মীরা আমার সঙ্গে অভব্য ব্যবহার করেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আবার ঘটল। এবার তো যে আসন বুক করেছিলাম, ওরা সেখানে আমায় বসতেও দেয়নি।’
তবে গোটা ঘটনার একেবারেই উল্টোটাই বলা হয়েছে স্পাইশ জেটের পক্ষ থেকে ৷ স্পাইশ জেটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, প্রজ্ঞা ঠাকুরের মতো ব্যক্তিত্বকে যাত্রী হিসেবে পেয়ে সত্যিই আমরা গর্বিত ৷ তিনি আগে থেকেই 1A আসন বুক করেছিলেন, তারপর নিজেই হুইল চেয়ার করে বিমান উঠতে আসেন ৷ বিমানকর্মীরা এ ব্যাপারে কোনও কিছুই জানত না ৷ হুইল চেয়ারে থাকা যাত্রীদের এমারজেন্সি আসনে বসতে দেওয়ার নিয়ম নেই৷ সেই কারণেই প্রজ্ঞা ঠাকুরকে অন্য আসনে বসার অনুরোধ করা হয় ৷ তবে উনি বসতে চান না ৷ এই বচসার কারণেই আমাদের বিমান আকাশে উড়তে বেশ দেরি হয় ৷ বিমানের অন্যান্য যাত্রীরাও বিরক্ত হয় ৷ পরে অবশ্য উনি আসন পরিবর্তন করতে রাজি হন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পছন্দসই সিট পেলেন না, প্লেনেই ধর্নায় বসলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement