বিজেপি সাংসদের বৌমা কাটলেন হাতের শিরা! আত্মহত্যার চেষ্টার আগে ভিডিও প্রকাশ...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভিডিওতে হাউহাউ করে কাঁদছেন মহিলা৷ একগুচ্ছ অভিযোগ করছেন স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে৷
#নয়াদিল্লি: শ্বশুরবাড়ির সামনে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন বৌমা৷ তার আগে মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করলেন৷ ভিডিও অন হতেই হাউহাউ করে কাঁদলেন তিনি৷ অভিমানী গলায় অভিযোগ উগড়ে দিলেন শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর উপর৷ একেবারে সাংসদের বাড়ির সামনে এভাবে কান্না কাটি করলেন তিনি, সঙ্গে বিস্তর অভিযোগ৷ উত্তরপ্রদেশের লখনউয়ের কাকোরি এলাকায় সাংসদ কৌশল কিশোরের বাড়ি৷ সেই বাড়ির সামনে চলল এমন কাণ্ড! কৌশল কিশোর মহোন লালগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ৷ তাঁর বৌমা অঙ্কিতা এমন অভিযোগ করেন৷ অঙ্কিতা তাঁর স্বামী আয়ুষ, শাশুড়ি জয়ী দেবী, শ্বশুর এবং দেওয়েরের বিরুদ্ধে মারাত্মক ভাবে তাঁকে অত্যাচারের অভিযোগ এনেছেন৷
তবে এই ভিডিওটি সামনে আসতে হইচই পড়ে যায়৷ ততক্ষণাত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ শুরু হয় চিকিৎসা৷ এখন তাঁর অবস্থা স্থিতিশীল৷
बीजेपी सांसद कौशल किशोर की बहू ने की खुदकुशी की कोशिश, परिवार के सामने काट ली हाथ की नस
— humsamvet (@humsamvet) March 15, 2021
पूरा मामला यहां पढ़िए: https://t.co/DZ8U9wWUvg#KaushalKishore pic.twitter.com/BYLaGhYKkB
advertisement
advertisement
এই ভিডিওটি ঘটনার বেশ কিছুদিন পরেই সামনে আসে৷ যেদিন এই একই বিজেপি সাংসদের ছেলের উপর হামলা চলে৷ লখনউতে আয়ুষের উপর চলে হামলা৷ যদিও তাঁর শালা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ৷ ৩০ বছরের আয়ুষের ওপর হামলা চলে মাদিওয়া এলাকায়৷ সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷
Location :
First Published :
March 15, 2021 7:51 PM IST