Mumbai Municipal Elections: মহারাষ্ট্রে জন্ম, পেঙ্গুইনের ছানাও তাই 'মরাঠি'! মুম্বাইয়ের পুরভোটের আগে বিক্ষোভে বিজেপি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সম্প্রতি মুম্বাইয়ের চিড়িয়াখানায় কয়েকটি পেঙ্গুইনের ছানা জন্ম নিয়েছে৷ ওই পেঙ্গুইনের ছানাগুলির নামকরণ মরাঠিতে করতে হবে, এমনই দাবি তুলে রীতিমতো বিক্ষোভ দেখাল বিজেপি৷
ভিনরাজ্যের বাসিন্দাদের মরাঠিতে কথা বলার জন্য চাপ দেওয়া, হেনস্থা করার একাধিক অভিযোগ মহারাষ্ট্র থেকে সামনে এসেছে৷ ভূমিপুত্র বা ভূমিকন্যার আবেগকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টাও ভারতীয় রাজনীতিতে নতুন কিছু নয়৷ তবে এবার মানুষকে কেন্দ্র করে নয়, মহারাষ্ট্রে রাজনীতির টানাপোড়েনে জড়িয়ে পড়ল সদ্য জন্মানো কয়েকটি পেঙ্গুইনের ছানা৷
সম্প্রতি মুম্বাইয়ের চিড়িয়াখানায় কয়েকটি পেঙ্গুইনের ছানা জন্ম নিয়েছে৷ ওই পেঙ্গুইনের ছানাগুলির নামকরণ মরাঠিতে করতে হবে, এমনই দাবি তুলে রীতিমতো বিক্ষোভ দেখাল বিজেপি৷ মুম্বাইয়ের পুরভোটের আগে আপাতত এই ইস্যুতেই অন্যতম হাতিয়ার করেছেন স্থানীয় বিজেপি নেতারা৷ তাঁদের সহজ যুক্তি, মহারাষ্ট্রে যখন জন্মেছে, তখন পেঙ্গুইন ছানাদের নাম মরাঠিতেই হব৷
মুম্বাইয়ের বাইকুল্লা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা নীতিন বানকরের নেতৃত্বে এই বিক্ষোভ দেখান হয়৷ ওই বিজেপি নেতার কথায়, যখন বিদেশ থেকে বীরমাতা জিজাবাঈ ভোসালে বোটানিক্যাল উদ্যান জু-তে পেঙ্গুইন নিয়ে আসা হয়েছিল, তখন তাদের ইংরেজিতে নামকরণ আমরা মেনে নিয়েছিলাম৷ কিন্তু মহারাষ্ট্রের মাটিতে যে পেঙ্গুইনের ছানাগুলি জন্মেছে, তাদের নাম মরাঠিতেই রাখতে হবে৷
advertisement
advertisement
ওই বিজেপি নেতার দাবি, এ বিষয়ে একাধিকবার বৃহন মুম্বাই পুরসভা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি৷ যদিও পুরসভা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ৷
ওই বিজেপি নেতার আরও যুক্তি, মরাঠি যদি ধ্রুপদী ভাষার তকমা পেতে পারে, তাহলে মরাঠিতে কেন পেঙ্গুইনের ছানাদের নামকরণ করা যাবে না?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 6:24 AM IST