‘‘সরকারি আধিকারিকদের থেকে তো বেশ্যাদের চরিত্রও ভাল’’, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের
Last Updated:
ফের বিতর্কিত মন্তব্য ৷ ফের শিরোনামে বিজেপি বিধায়ক ৷ ফের উত্তরপ্রদেশ এবং কাঠগোড়ায় আবারও যোগী সরকারের মন্ত্রিসভার সদস্য সুরেন্দ্র সিংহ ৷ এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে বিড়ম্বনায় ফেলেছেন নিজের দলকে ৷ আবারও তাঁর জন্য মুখ পুড়ল উত্তরপ্রদেশ বিজেপির ৷
#উত্তরপ্রদেশ: ফের বিতর্কিত মন্তব্য ৷ ফের শিরোনামে বিজেপি বিধায়ক ৷ ফের উত্তরপ্রদেশ এবং কাঠগোড়ায় আবারও যোগী সরকারের মন্ত্রিসভার সদস্য সুরেন্দ্র সিং ৷ এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে বিড়ম্বনায় ফেলেছেন নিজের দলকে ৷ আবারও তাঁর জন্য মুখ পুড়ল উত্তরপ্রদেশ বিজেপির ৷
সরকারি কর্মচারীদের ঘুষ নেওয়ার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বেসামাল কথা বলে ফেললেন সুরেন্দ্র ৷ বারাঙ্গনাদের চরিত্রও সরকারি কর্মচারীদের থেকে ভাল বলে এদিন মন্তব্য করেন তিনি ৷ এরপর থেকেই ফের বিতর্কের শীর্ষে গেরুয়া শিবিরের এই বিধায়ক ৷
এ দিন একটি আলোচনা সভায় সুরেন্দ্র বলেন, ‘‘অফিসারদের থেকে তো বেশ্যারাও ভাল হন ৷ তাঁরা অন্তত পয়সা নিয়ে নিজের কাজটা নিজে করেন ৷ সরকারি আধিকারিকরা তো পয়সা নিয়েও নিজেদের কাজ ঠিক করে করবেন কী না, সে বিষয়ে কোনও নিশ্চিয়তা নেই ৷
advertisement
advertisement
এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন সুরেন্দ্র ৷ নাবালিকা ধর্ষণের জন্য সন্তানদের স্বাধীনভাবে ঘোরাঘুরি করাকে দুষে বাবা-মাদের কাঠগোড়ায় তুলেছিলেন তিনি ৷ আবার উন্নাও কাণ্ডে অভিযুক্ত কুলদীপ সিংহ সেঙ্গারের পাশে দাঁড়িয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়েছিলেন ৷
advertisement
গত মাসেও কর্মীদের মুখে আগল দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিজেপি সুপ্রিমো তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ ‘মশলাদার’ মন্তব্য করে বিরোধীদের হাতে সমালোচনার অস্ত্র তুলে দিতে নিষেধ করেছিলেন ৷ কিন্তু তারপরেও দমিয়ে রাখা গেল না সুরেন্দ্রকে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2018 12:15 PM IST