#নয়াদিল্লি: তিন তালাক বিল নিয়ে লোকসভায় বৃহস্পতিবার বিতর্ক ও আলোচনা হতে পারে৷ সেই জন্য দলের সব সাংসদদের আগামিকাল সংসদে উপস্থিত থাকার হুইপ জারি করল বিজেপি৷ বুধবার দলের তরফে সাংসদদের উদ্দেশে এই হুইপ জারি করা হয়৷
তাত্ক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করতে পরিমার্জিত বিল সংসদে পেশ করবে কেন্দ্র৷ ১৬তম লোকসভা ভাঙার পর তিন তালাকের আগের বিতর্কিত বিলটিও ল্যাপ্সড করে গিয়েছে৷ বিলটি লোকসভায় পাস হলেও, আটকে ছিল রাজ্যসভায়৷ যে সব বিল রাজ্যসভাতেই পেশ হয়ে, পাসের জন্য পড়ে রয়েছে, সেগুলি ল্যাপ্স হয়নি লোকসভা ভাঙার সঙ্গে৷ কিন্তু যে বিল লোকসভায় পাস হয়ে রাজ্যসভায় পড়েছিল, সেগুলি ল্যাপ্স হয়ে গিয়েছে৷ তাই তামাদি হয়ে গিয়েছে তিন তালাক বিলও৷
আগের সরকার গত ফেব্রুয়ারিতে তিন তালাক নিয়ে যে অর্ডিন্যান্স পাশ করেছিল, তার বদলি হতে চলেছে নতুন বিল। মোদি সরকার এর আগে অর্ডিন্যান্স এনে তিন তালাক বিল পাশ করানোর চেষ্টা করেছিল। কারণ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না-থাকায় বিরোধীরা বিল আটকে দেয়৷
তবে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি নিয়ে এই অধিবেশনেই সংসদে বিলটি নতুন করে পাশ হতে চলেছে। এই বিল পাস হলে, তাত্ক্ষণিক তিন তালাক নিষিদ্ধ হবে ভারতে৷ তিন তালাক দিলে তা দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Parliament, Triple Talaq