Uttar Pradesh Elections: অখিলেশের বিরুদ্ধে প্রার্থী খোদ কেন্দ্রীয় মন্ত্রী, সব নজর কারহালে

Last Updated:

এ দিনই কারহাল কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন অখিলেশ যাদব৷ তার কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন জমা দিয়ে দেন এস পি বাঘেলও (S P Baghel)৷

অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী এস পি সিং বাঘেল৷
অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী এস পি সিং বাঘেল৷
#লখনউ: আরও জমে গেল উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Elections)৷ সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের (Akhilesh Yadav) বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেলকে (S P Baghel) প্রার্থী করল বিজেপি৷ উত্তর প্রদেশের কারহাল কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অখিলেশ৷ সেখান থেকেই প্রার্থী করা হচ্ছে বাঘেলকে৷
এ দিনই কারহাল কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন অখিলেশ৷ তার কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন জমা দিয়ে দেন বাঘেলও৷ এই মুহূর্তে আগ্রা লোকসভা কেন্দ্রের সাংসদ রয়েছেন বাঘেল৷
advertisement
কারহাল কেন্দ্রটি সমাজবাদী পার্টির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত৷ কারণ কারহাল কেন্দ্র পড়ে মইনপুরী লোকসভা কেন্দ্রের মধ্যে৷ যে কেন্দ্রের সাংসদ মুলায়ম সিং যাদব৷ আগামী ২০ ফেব্রুয়ারি কারহাল কেন্দ্রে ভোট গ্রহণ হবে৷
advertisement
কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে লড়তে হলেও চিন্তিত নন অখিলেশ৷ বাঘেল প্রার্থী হওয়ায় সমাজবাদী পার্টি সুপ্রিমো বলেন, 'কারহাল থেকে যিনিই প্রার্থী হবেন তিনি হারবেন৷'
প্রসঙ্গত, এ বারই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন অখিলেশ৷ প্রথমে শোনা গিয়েছিল তিনি নির্বাচনে লড়বেন না৷ কিন্তু উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনে প্রার্থী হওয়ার পর কার্যত চাপে পড়েই প্রার্থী হতে হয় অখিলেশকে৷ এবার তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি৷
advertisement
এস পি বাঘেল অতীতে সমাজবাদী পার্টির টিকিটেই সাংসদ নির্বাচিত হন৷ ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪ সালে সমাজবাদী পার্টির টিকিটে সাংসদ হন তিনি৷ এর পর তাঁকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয়৷ এর পর ২০০৯ এবং ২০১৪ সালে বহুজন সমাজ পার্টির হয়ে লোকসভা নির্বাচনে লড়ে পরাজিত হন তিনি৷ পরবর্তী সময়ে বিজেপি-তে যোগ দেন বাঘেল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Elections: অখিলেশের বিরুদ্ধে প্রার্থী খোদ কেন্দ্রীয় মন্ত্রী, সব নজর কারহালে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement