দুই কংগ্রেস বিধায়কের খোঁজ মেলার পর স্বস্তিতে কুমারস্বামী সরকার, কর্নাটক ক্রাইসিস কি শেষের পথে ?

Last Updated:
#বেঙ্গালুরু: কর্নাটক ক্রাইসিস কি শেষের পথে ? শনিবার থেকে নিখোঁজ দুই কংগ্রেস বিধায়কের খোঁজ মেলার পর অনেকটাই স্বস্তিতে ক্ষমতাসীন কুমারস্বামী সরকার। উল্টে দিল্লিতে বিজেপি শিবির থেকে কয়েকজন বিধায়কের উধাও হওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায়।
কিন্তু ১০০রও বেশি বিধায়ককে নিয়ে দিল্লির পাঁচতারায় বিজেপি-র ঘাঁটি গাড়া, নিখোঁজ কংগ্রেস বিধায়কদের নিয়ে টানাপোড়েন-- নিয়ে এত আয়োজনের পরও কী খালি হাতে ফিরতে হবে গেরুয়া শিবিরকে ?
সব জল্পনায় জল ঢেলে কংগ্রেস শিবিরে ফিরেছেন দুই বিধায়ক। আনন্দ সিংয়ের পর এদিন ভিমা নায়েকও প্রকাশ্যে আসেন। তাঁর দাবি, ‘‘ দলকে জানিয়েই ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। মোবাইলে চার্জ ছিল না। রাজ্যে নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। অন্য কোনও দলে যাওয়ার প্রশ্নই নেই। ’’
advertisement
advertisement
অন্য তিন বিধায়কও দলের সঙ্গে থাকার কথাই জানিয়েছেন। সরকারের সংকট কাটছে বুঝে সুর চড়ায় কংগ্রেস ৷ একশোরও বেশি পাঁচতারা বিধায়ককে হোটেলে রাখতে বিপুল খরচেও ধাক্কা। তাতেও যেন পরোয়া নেই গেরুয়া শিবিরের।
ঘরের ভাড়া কমপক্ষে ৩০ হাজার টাকা
খাওয়া ও অন্যান্য খরচ আলাদা
১১০টি রুম বুক করা হয়েছে
advertisement
দিনে কমপক্ষে খরচ ৫০ লক্ষ টাকা
কর্নাটকে বিজেপির ক্ষমতা দখলেও ক্ষমতা প্রায় ক্রমশ কমছে। লোকসভা ভোটের আগে আরও একবার অস্বস্তি গেরুয়া শিবিরে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুই কংগ্রেস বিধায়কের খোঁজ মেলার পর স্বস্তিতে কুমারস্বামী সরকার, কর্নাটক ক্রাইসিস কি শেষের পথে ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement